উইমেনস প্রিমিয়ার লিগের নিলাম পরিচালনার দায়িত্বে আছেন, চিনে নিন মল্লিকা সাগরকে

সোমবার দুপুরে মুম্বইয়ে হতে চলেছে উইমেনস প্রিমিয়ার লিগের নিলাম। এই নিলাম পরিচালনার দায়িত্বে থাকছেন মল্লিকা সাগর। এই প্রথম একজন মহিলাকে টি-২০ লিগের নিলামে দেখা যাবে। পুরুষদের আইপিএল-এ নিলাম পরিচালনা করেছেন রিচার্ড ম্যাডলি ও হাফ এডমেডস।

Web Desk - ANB | Published : Feb 13, 2023 5:39 AM IST / Updated: Feb 13 2023, 12:21 PM IST
110
মুম্বইয়ের একটি সংস্থায় নিলামের দায়িত্বে আছেন মল্লিকা সাগর, এবার তিনি উইমেনস প্রিমিয়ার লিগেও নিলামের দায়িত্বে

উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে ক্রিকেটারদের নিলাম পরিচালনা করবেন একজন মহিলাই। সোমবার দুপুরে নতুন নজির গড়তে চলেছেন মল্লিকা সাগর।

210
আধুনিক ও সমসাময়িক শিল্প বিশেষজ্ঞ মল্লিকা সাগর, একইসঙ্গে তিনি নিলামও পরিচালনা করেন

ক্রিকেটের ইতিহাসে নজির গড়তে চলেছেন মল্লিকা সাগর। প্রথম উইমেনস প্রিমিয়ার লিগ মহিলা ক্রিকেটকে অন্য স্তরে পৌঁছে দিতে পারে। এই লিগের নিলামের দায়িত্বে আছেন মল্লিকা।

310
উইমেনস প্রিমিয়ার লিগের নিলামে থাকছেন দেশ ও বিদেশ মিলিয়ে ৪০৯ জন ক্রিকেটার

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ১,৫২৫ জন ক্রিকেটার উইমেনস প্রিমিয়ার লিগে খেলার জন্য নাম নথিভুক্ত করেন। তাঁদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে ৪০৯ জনকে। নিলামে থাকছেন ১৬৩ জন বিদেশি ক্রিকেটার।

410
উইমেনস প্রিমিয়ার লিগে প্রতিটি দল ৬ বিদেশি-সহ ১৮ জন ক্রিকেটারকে নিতে পারবে

৪০৯ জন ক্রিকেটার নিলামে থাকলেও, তাঁদের মধ্যে থেকে ৯০ জন উইমেনস প্রিমিয়ার লিগের ৫ দলে সুযোগ পাবেন। প্রতিটি দলে থাকবেন ৬ জন করে বিদেশি।

510
উইমেনস প্রিমিয়ার লিগের নিলামে কোটি টাকার বেশি দর পেতে পারেন স্মৃতি মন্ধানা

আঙুলের চোটের জন্য টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি। তবে গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে যে পারফরম্যান্স দেখিয়েছেন তাতে উইমেনস প্রিমিয়ার লিগের নিলামে বিপুল দর পেতে পারেন স্মৃতি মন্ধানা।

610
হরমনপ্রীত কউর, শেফালি ভার্মা, দীপ্তি শর্মারাও নিলামে বিপুল দর পেতে পারেন

ভারতের সিনিয়র দলের অধিনায়ক হরমনপ্রীত কউর, বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক শেফালি ভার্মা-সহ ভারতীয় দলের প্রথমসারির ক্রিকেটাররা নিলামে ভালো দর পেতে পারেন।

710
অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটার তিতাস সাধুর নামও থাকছে নিলামে

অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপজয়ী দলের পেসার তিতাস সাধু, উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ ও হৃষিতা বসুর নামও থাকছে উইমেনস প্রিমিয়ার লিগের নিলামে। ভালো দর পেতে পারেন তিতাস, রিচা।

810
উইমেনস প্রিমিয়ার লিগের নিলামে বিদেশি ক্রিকেটারদের অন্যতম অস্ট্রেলিয়ার এলিসি পেরি

উইমেনস প্রিমিয়ার লিগে যে বিদেশি ক্রিকেটাররা আকর্ষণের কেন্দ্রে তাঁদের অন্যতম অস্ট্রেলিয়ার এলিসি পেরি। গত কয়েক বছর ধরেই ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছেন এলিসি। তিনি নিলামে ভালো দর পেতে পারেন।

910
টি-২০ বিশ্বকাপের জন্য সব দলই এখন দক্ষিণ আফ্রিকায়, সেখান থেকেই নিলামে চোখ রাখবেন ক্রিকেটাররা

ভারত-সহ সব দলের ক্রিকেটাররাই এখন টি-২০ বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায়। সেখান থেকেই নিলামে চোখ রাখছেন তাঁরা।

1010
উইমেনস প্রিমিয়ার লিগের নিলামে অন্যতম আকর্ষণ হতে পারেন জেমাইমা রডরিগেজ

রবিবার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত অর্ধশতরান করে ভারতকে জিতিয়েছেন জেমাইমা রডরিগেজ। উইমেনস প্রিমিয়ার লিগের নিলামে তাঁকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে দর কষাকষি চলতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos