Vijay Hazare Trophy 2025: চণ্ডীগড়ের বিরুদ্ধে ৬ উইকেটে জয় বাংলার, বিজয় হাজারেতে ছুটছে বঙ্গ ব্রিগেড

Published : Dec 30, 2025, 01:35 AM IST
Vijay Hazare Trophy 2025

সংক্ষিপ্ত

Vijay Hazare Trophy 2025: বড় লক্ষ্যমাত্রা তাড়া করে আবার জয় বঙ্গ ব্রিগেডের। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে সোমবার, বিজয় হাজারে ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় বাংলা বনাম চণ্ডীগড়। সেই ম্যাচেই ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে বাংলা। 

Vijay Hazare Trophy 2025: বাংলার দুরন্ত জয়। বড় লক্ষ্যমাত্রা তাড়া করে আবার জয় বঙ্গ ব্রিগেডের (vijay hazare trophy 2025-26)। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে সোমবার, বিজয় হাজারে ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় বাংলা বনাম চণ্ডীগড়। সেই ম্যাচেই ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে বাংলা (bengal vs chandigarh score)। 

চণ্ডীগড়ের বিরুদ্ধে ৬ উইকেটে জয় বাংলার

এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। তবে আগে ব্যাট করতে নেমে, বেশ বড় স্কোরে পৌঁছে যায় চণ্ডীগড়। ৪৮.২ ওভারে, তারা ৩১৯ রান তোলে। নেপথ্যে চণ্ডীগড়ের অধিনায়ক মনন ভোহরা। তিনি করেন ১২২ রান। এছাড়া অর্জুন আজাদের সংগ্রহে ৩১ রান, আরসলান খানের ঝুলিতে ২৬ রান এবং তুষার জোশী করেন ২০ রান।  

মিডল অর্ডারে নেমে সানিয়াম সাইনি খেলেন ৬৭ রানের ইনিংস। তরনপ্রীত সিং করেন ১৫ রান, নিখিল ঠাকুরের সংগ্রহে ৮ রান, জগজিৎ সিং-এর ঝুলিতে ৪ রান এবং নিশুঙ্ক বিড়লা ২ রান যোগ করেন স্কোরবোর্ডে। তবে রোহিত ধান্দা এবং হরতেজস্বী কাপুর কোনও রান করতে পারেননি। শেষপর্যন্ত, ৪৮.২ ওভারে, তারা ৩১৯ রান তোলে চণ্ডীগড়। 

ম্যাচের সেরা মুকেশ কুমার

বাংলার হয়ে ৫ উইকেট নেন মুকেশ কুমার। ৩টি উইকেট পান মহম্মদ শামি এবং ২টি উইকেট শাহবাজ আহমেদের দখলে। জবাবে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে, মাত্র ৪ উইকেট হারিয়েই ৩২০ রান তুলে নেয় বাংলা। ১০৬ রানের ইনিংস খেলেন অভিষেক পোড়েল। সেইসঙ্গে, ২৫ রান করেন দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ এবং সুদীপ কুমার ঘরামির ঝুলিতে ১৭ রান। 

অন্যদিকে, অনুষ্টুপ মজুমদার ৬৩ রানের অসাধারণ ইনিংস উপহার দেন। শাহবাজ আহমেদের ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের কথাও বলতেই হয়। শেষপর্যন্ত, অপরাজিত থেকে দলকে জিতিয়ে তিনি মাঠ ছাড়েন। পাশাপাশি ২২ রানে অপরাজিত থাকেন সুমন্ত গুপ্ত। 

চণ্ডীগড়ের হয়ে ১টি করে উইকেট পান জগজিৎ সিং, নিশুঙ্ক বিড়লা, রোহিত ধান্দা এবং তরনপ্রীত সিং। বাংলা জয়ী ৬ উইকেটে এবং ম্যাচের সেরা মুকেশ কুমার। 

দুই দলের প্রথম একাদশ

বাংলাঃ অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অভিষেক পোড়েল (উইকেটকিপার-ব্যাটার), সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদ, সুমন্ত গুপ্ত, করণ লাল, আকাশ দীপ, মহম্মদ শামি, বিশাল সুনীল ভাটি, মুকেশ কুমার

চণ্ডীগড়ঃ আরসলান খান, মনন ভোহরা (অধিনায়ক), অর্জুন আজাদ, তুষার জোশী, নিখিল ঠাকুর (উইকেটকিপার-ব্যাটার), সানিয়াম সাইনি, তরনপ্রীত সিং, জগজিৎ সিং, নিশুঙ্ক বিড়লা, রোহিত ধান্দা, হরতেজস্বী কাপুর

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Shan Masood: ইনজামাম উল হকের তিন দশকের পুরনো নজির ভেঙে নয়া মাইলফলক ছুঁলেন শান মাসুদ
IND vs NZ Series 2026: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে বুমরা এবং পান্ডিয়াকে বিশ্রাম?