Shan Masood: নয়া রেকর্ড পাকিস্তান ক্রিকেটে। পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ এবার নতুন নজির গড়লেন (shan masood double century)। প্রথম শ্রেণির ক্রিকেটে সেই দেশের দ্রুততম ক্রিকেটার হিসেবে ডবল সেঞ্চুরির নয়া নজির গড়ে ফেলেছেন মাসুদ। সোমবার, ১৭৭ বলে ডবল সেঞ্চুরি করেছেন তিনি (shan masood pcb)।
সবথেকে বড় বিষয়, শান মাসুদ ভেঙে দিয়েছেন ইনজামাম উল হকের ৩০ বছরের পুরনো রেকর্ড। প্রেসিডেন্টস কাপের খেলায় সোমবার, মুখোমুখি হয় সুই নর্দার্ন গ্যাস বনাম সাহার অ্যাসোসিয়েটস। সেই ম্যাচেই নর্দার্ন গ্যাসের হয়ে ব্যাটার মাসুদ এই নয়া নজির গড়েন।
প্রসঙ্গত, ১৯৯২ সালে, ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে ১৮৮ বলে ডবল সেঞ্চুরি করে নজির গড়েছিলেন তৎকালীন পাক ব্যাটার ইনজামাম উল হক। সেই রেকর্ড এদিন ভেঙে গেছে। প্রথম দিনের শেষে, আপাতত ১৮৫ বলে ২১২ রানে অপরাজিত রয়েছেন মাসুদ।
অন্যদিকে, পাকিস্তানের মাটিতে ডবল সেঞ্চুরির নজির রয়েছে বীরেন্দ্র সেওয়াগের দখলে। ২০০৬ সালে, লাহোরে তিনি ১৮২ বলে ডবল সেঞ্চুরি করেছিলেন। এতদি পর্যন্ত, সেই নজির পাকিস্তানের কোনও ব্যাটারই ভাঙতে পারেননি।
তবে সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মাসুদ। তাঁকে পাক বোর্ডের তরফে পুরো সময়ের জন্য টিম ডিরেক্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়। একদিকে ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক এবং অপরদিকে, তাদের পারফরম্যান্সের উপরেও নজর রাখার দায়িত্বের কথা বলা হয় তাঁকে।
কিন্তু সেই দায়িত্ব একেবারেই নিতে চাননি শান মাসুদ। বরং, তিনি অনেক বেশি মনোযোগ দিতে চেয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে। বাস্তবে এই দায়িত্ব নিতে গেলে মাসুদকে ক্রিকেট ছাড়তে হত। কিন্তু ৩৬ বছর হয়ে গেলেও মাসুদ এখনও খেলতে চান। আরও বেশি করে ক্রিকেটে ফোকাস রাখতে চান। তাই বোর্ডের প্রস্তাবে একেবারেই রাজি হননি তিনি।
পাকিস্তানের হয়ে মোট ৪৪টি টেস্টে ২৫৫০ রান করেছেন মাসুদ। তাঁর নামের পাশে রয়েছে ৬টি শতরান এবং ১৩টি অর্ধশতরান। এছাড়া একদিনের ক্রিকেটে ৯টি ম্যাচে মোট ১৬৩ রান রয়েছে তাঁর ঝুলিতে।
সেইসঙ্গে, ১৯টি টি-২০ ম্যাচে তিনি করেছেন ৩৯৬ রান। তবে সাদা বলের ক্রিকেট তিনি একেবারেই খেলেন না। শেষ টি-২০ ম্যাচটি খেলেছিলেন প্রায় তিন বছর আগে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।