Vijay Hazare Trophy 2025: ৬০ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস রিঙ্কুর, টি-২০ বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী ভারতীয় ব্যাটার

Published : Dec 26, 2025, 07:22 PM ISTUpdated : Dec 26, 2025, 08:55 PM IST
Rinku Singh

সংক্ষিপ্ত

Vijay Hazare Trophy 2025: বিজয় হজারে ট্রফির প্রথম ম্যাচে, হায়দ্রাবাদের বিরুদ্ধে ৪৮ বলে ৬৭ রান করেন উত্তরপ্রদেশের অধিনায়ক রিঙ্কু। সেই ইনিংসে ছিল ৬টি চার এবং ২টি ছয়। স্ট্রাইক রেট ১৩৯.৫৮। নিঃসন্দেহে নির্ভরযোগ্য ব্যাটিং করেন এই নাইট ব্যাটার।

Vijay Hazare Trophy 2025: রিঙ্কু সিং-এর দুরন্ত ইনিংস। গত ম্যাচে করেন হাফ সেঞ্চুরি এবং এই ম্যাচে করলেন সেঞ্চুরি (vijay hazare trophy match)। চণ্ডীগড়ের বিরুদ্ধে শুক্রবার, ২২৭ রানে জয় পেয়েছে উত্তরপ্রদেশ। আর সেই ম্যাচেই শতরান হাঁকিয়েছেন ভারতীয় দলের তারকা রিঙ্কু সিং (vijay hazare live)। 

নির্ভরযোগ্য ব্যাটিং করেন এই নাইট ব্যাটার

প্রসঙ্গত, বিজয় হজারে ট্রফির প্রথম ম্যাচে, হায়দ্রাবাদের বিরুদ্ধে ৪৮ বলে ৬৭ রান করেন উত্তরপ্রদেশের অধিনায়ক রিঙ্কু। সেই ইনিংসে ছিল ৬টি চার এবং ২টি ছয়। স্ট্রাইক রেট ১৩৯.৫৮। নিঃসন্দেহে নির্ভরযোগ্য ব্যাটিং করেন এই নাইট ব্যাটার। 

চণ্ডীগড়ের বিরুদ্ধে সুযোগকে সঠিকভাবে কাজে লাগালেন রিঙ্কু। প্রথম থেকেই তাণ্ডব শুরু করেন তিনি। আর সেই সুবাদেই, ৬০ বলে ১০৬ রান করে অপরাজিত ইনিংস উপহার দেন রিঙ্কু। যে ইনিংসে রয়েছে ১১টি চার এবং ৪টি ছয়। এই ম্যাচে কিন্তু আগের ম্যাচের থেকে বেশি স্ট্রাইক রেট রাখেন তিনি, ১৭৬.৬৭। 

ভারতীয় দলে জায়গা পেয়েছেন রিঙ্কু সিং

মূলত, তাঁর ব্যাটে ভর করেই ৫০ ওভারে, ৪ উইকেট হারিয়ে ৩৬৭ রান তোলে উত্তরপ্রদেশ। জবাবে ব্যাট করতে নেমে, মাত্র ১৪০ রানেই শেষ হয়ে যায় চণ্ডীগড়ের ইনিংস। ফলে, ২২৭ রানে জয় পায় উত্তরপ্রদেশ। 

উল্লেখ্য, আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছেন রিঙ্কু সিং। টিম কম্বিনেশন বলছে, সম্ভবত ফিনিশার হিসেবে ভাবা হচ্ছে তাঁকে। বিশেষজ্ঞদের মতে, প্রথম একাদশেও জায়গা পেতে পারেন তিনি। তবে এটাও ঠিক যে, ভারতীয় দলের হয়ে অনেকদিন খেলতে নামেননি এই কেকেআরের ব্যাটার। 

ফলে, বিশ্বকাপের আগে এই ধরনের ম্যাচকে প্রস্তুতি হিসেবেই নেন রিঙ্কু সিং। আর তাতে ফলও মিলল হাতেনাতে। চণ্ডীগড়ের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং রিঙ্কুর এবং ৬০ বলে ১০৬ রান করে অপরাজিত ইনিংস উপহার দিলেন এই তারকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ম্যাচের মাঝেই করেছিলেন মদ্যপান! বিশ্বের ৫ সেরা মদ্যপ ক্রিকেটারের কীর্তি অবাক করবে
IND vs NZ ODI: শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে একদিনের সিরিজ, প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন কারা?