
Vijay Hazare Trophy 2025: বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে, অরুণাচল প্রদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করা ১৪ বছর বয়সী বিহারের বিস্ফোরক তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে আর খেলতে পারবেন না (vijay hazare trophy 2025-26)। এমনকি, বিজয় হাজারে ট্রফির প্লেট লিগের ম্যাচে, মণিপুরের বিরুদ্ধে ম্যাচে বিহারের প্রথম একাদশে বৈভব ছিলেন না (vijay hazare trophy 2025)।
বৈভবের কোচ মণীশ ওঝা জানিয়েছেন, শিশুদের জন্য দেশের সর্বোচ্চ সম্মান 'প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার' গ্রহণ করতে দিল্লী যাওয়ায় মণিপুরের বিরুদ্ধে ম্যাচটি খেলতে পারেননি বৈভব।
রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার নিয়েছেন তিনি । পুরস্কার বিজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেখা করবেন। সাহসিকতা, শিল্প, সংস্কৃতি, পরিবেশ, উদ্ভাবন, বিজ্ঞান-প্রযুক্তি, সমাজসেবা এবং ক্রীড়াক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব অর্জনকারী ৫-১৮ বছর বয়সী শিশুদের দেশের সর্বোচ্চ সম্মান হল ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার'।
পুরস্কার গ্রহণ করে ফিরে আসার পর, বৈভব অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। কারণ, আসন্ন ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে জিম্বাবোয়ে এবং নামিবিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
অরুণাচলের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৮৪ বলে ১৯০ রান করে বৈভব কার্যত, রেকর্ড গড়েন। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এবং দ্রুততম ১৫০ রান করার বিশ্বরেকর্ডও বৈভব নিজের নামে পাশে লিখে ফেলেছেন।
প্রসঙ্গত, বিজয় হাজারের আগে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বৈভব সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধেও ১৭১ রানের ইনিংস উপহার দেন। আর এবার তিনি পেলেন ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার'। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন বৈভব সূর্যবংশী।
এরপর পুরস্কার বিজয়ীদের সঙ্গে দেখা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।