Vijay Hazare Trophy 2026: বিজয় হাজারে ট্রফিতে ফের দাপুটে জয় তুলে নিল বাংলা (bengal vs assam score)। রাজকোটের সানোসারা ক্রিকেট গ্রাউন্ড বি স্টেডিয়ামে শনিবার, বিজয় হাজারে ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় বাংলা বনাম আসাম। সেই ম্যাচেই ৮৫ রানে জয় ছিনিয়ে নিল বাংলা ক্রিকেট দল (bengal vs assam vijay hazare trophy)।
এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আসাম। আর প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ৩০২ রান তোলে বাংলা। ওপেনার অভিষেক পোড়েল করেন ১১ রান। তবে দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ১০২ রানের অসাধারণ ইনিংস উপহার দেন। এই দুর্দান্ত ইনিংসই বাংলাকে শক্ত ভিতের ইপর দাঁড় করিয়ে দেয়। সেইসঙ্গে, সুদীপ কুমার ঘরামি করেন ৩২ রান, অনুষ্টুপ মজুমদারের সংগ্রহে ৩১ রান এবং শাহবাজ আহমেদও বেশ বড় ইনিংস খেলেন। তিনি ৬৬ রান যোগ করেন স্কোরবোর্ডে।
এছাড়া সুমন্ত গুপ্ত ১৩ রান, করণ লাল ৩ রান, আকাশ দীপ ১৭ রান এবং মহম্মদ শামি ২৫ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ৩০২ রান তোলে বাংলা। আসামের হয়ে আকাশ সেনগুপ্ত, অভিনভ চৌধুরী এবং রাহুল সিং প্রত্যেকে ২টি করে উইকেট পান। ১টি উইকেট নেন আবদুল আজিজ কুরেইশি।
জবাবে ব্যাট করতে নেমে, শুরু থেকেই বেকায়দায় পড়ে আসাম। ওপেনার প্রদ্যুন সাইকিয়া ফিরে যান মাত্র ২ রানে এবং দলের আরেক ওপেনার সৌরভ দিহিঙ্গিয়ার সংগ্রহে ৩১ রান। অধিনায়ক সুমিত ঘাদিগাঁওকার কিছুটা লড়াই করেন। তাঁর ঝুলিতে ৪০ রান। অন্যদিকে, শিবশঙ্কর রায় ১৭ রান, ডেনিশ দাস ৪৩ রান, স্বরূপম পুরকায়স্থ ২১ রান এবং আবদুল আজিজ কুরেইশি ৩৫ রান যোগ করেন স্কোরবোর্ডে।
এছাড়া আকাশ সেনগুপ্ত করেন ২ রান, মুখতার হুসেইনের ঝুলিতে ১ রান এবং অভিনভ চৌধুরীর সংগ্রহে ৬ রান। তবে রাহুল সিং কোনও রান পাননি। বাংলার হয়ে এই ম্যাচে দাপুটে বোলিং করেন মহম্মদ শামি। তিনি একাই নেন ৩ উইকেট। এছাড়া ২টি উইকেট পান রোহিত দাস। ১টি করে উইকেট পেয়েছেন মুকেশ কুমার এবং শাহবাজ আহমেদ।
আসামের বিরুদ্ধে বাংলা জয়ী ৮৫ রানে। ম্যাচের সেরা অভিমন্যু ঈশ্বরণ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।