সেঞ্চুরিয়ন টেস্ট ম্যাচে ইনিংসে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এর ফলে সিরিজ অন্তত ড্র করা নিশ্চিত করে ফেলেছে প্রোটিয়ারা। ভারতীয় দলের পক্ষে এই সিরিজ জেতা সম্ভব নয়।
কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে খেলতে নামছেন ডিন এলগার। কেপ টাউনের নিউল্যান্ডসে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রোটিয়াদের অধিনায়ক হিসেবে এলগারের নাম ঘোষণা করা হয়েছে। কেপ টাউন টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। সেঞ্চুরিয়ন টেস্ট ম্যাচের পর ক্রিকেট সাউথ আফ্রিকা এই ঘোষণা করেছে। চোটের জন্যই দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারবেন না বাভুমা। সুপারস্পোর্ট পার্কে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের প্রথম দিন ফিল্ডিং করার সময় চোট পান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। এই চোটের জন্য তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। স্ক্যান করে জানা গিয়েছে, বাভুমার হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে। সেই কারণেই তাঁর পক্ষে কেপ টাউনে খেলা সম্ভব হবে না। সেই কারণেই অধিনায়ক হিসেবে এলগারের নাম ঘোষণা করা হয়েছে। বাভুমার পরিবর্ত হিসেবে কেপ টাউন টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেলেন জুবেইর হামজা। যদিও ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা ম্যাচে তিনি খেলার সুযোগ পাবেন কি না এখনও জানা যায়নি।
এলগারের কেরিয়ারের শেষ সিরিজ
এই সিরিজের আগেই দক্ষিণ আফ্রিকার ওপেনার এলগার ঘোষণা করেন, তিনি কেপ টাউনে খেলে অবসর নেবেন। সেঞ্চুরিয়নে বাভুমা চোট পেয়ে মাঠ ছাড়ার পর এলগারই অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন। নিউল্যান্ডসে তিনি সরকারিভাবে অধিনায়ক হিসেবে থাকবেন। অধিনায়ক হিসেবে কেরিয়ার শেষ করার সুযোগ সব ক্রিকেটার পান না। এলগার এই বিরল সুযোগ পাচ্ছেন।
ফের ভারতের কাঁটা এলগার
এর আগেও ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে দেখা গিয়েছে এলগারকে। ২০২১-২২ মরসুমে ভারতীয় দল যখন দক্ষিণ আফ্রিকা সফরে যায়, তখন প্রথম টেস্ট ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায়। এরপর প্রোটিয়াদের নেতৃত্ব দিয়ে ২-১ ফলে সিরিজ জেতান এলগার। ২ বছর পর ভারতের বিরুদ্ধে অধিনায়ক হিসেবেই শেষ ম্যাচ খেলছেন এই ব্যাটার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs South Africa: বিফলে বিরাটের লড়াই, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংসে হার ভারতের
India Vs South Africa: এমন নয় যে আমরা ভারতের বাইরে ব্যাটিং করতে পারি না, হারের পর দাবি রোহিতের