Virat Kohli: টেস্ট ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে মুখ খুললেন কোহলি! কারণ জানতে পেরে হাসি শচীন-লারাদের

Published : Jul 09, 2025, 02:34 PM ISTUpdated : Jul 09, 2025, 03:05 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

Virat Kohli: চলতি ইংল্যান্ড সফরের আগেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। বলা চলে, আধুনিক ক্রিকেটের দুই মহারথী বিদায় নেন টেস্ট ক্রিকেট থেকে। 

Virat Kohli: রোহিত শর্মার অবসর ঘোষণা নিয়ে খুব একটা আলোচনা না হলেও, বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়া যেন কেউই মন থেকে মেনে নিতে পারেননি। এবার যুবরাজ সিং-এর এনজিও-র একটি অনুষ্ঠানে এসে নিএর অবসর নিয়ে প্রথমবারের জন্য মুখ খুললেন বিরাট কোহলি। 

মজাদার একটি মন্তব্য করেন বিরাট কোহলি 

তিনি বলেন, "সবেমাত্র দুদিন আগে আমি নিজের দাড়ি রঙ করেছি। আসলে নিজের দাড়ি চারদিন অন্তর রঙ করতে হলেই বুঝে নিতে হবে যে, এবার সরে যাওয়ার সময় হয়ে গেছে। লন্ডনে, যুবরাজের আয়োজিত গালা ডিনারে প্রচুর প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা একত্রিত হয়েছিলেন। এমনকি, গৌতম গম্ভীর সহ গোটা ভারতীয় দল সেই অনুষ্ঠানে হাজির ছিল। এছাড়াও উপস্থিত ছিলেন শচীন তেন্ডুলকর, ব্রায়ান লারা, ক্রিস গেইল, কেভিন পিটারসেন এবং আশিস নেহরা।

এই অনুষ্ঠানে প্রায় ঘণ্টাখানেক ছিল টিম ইন্ডিয়া 

সেখানেই হটাৎ জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে বিরাট কোহলির মুখ। দেখা যায়, তিনি কেভিন পিটারসেনের সঙ্গে গল্প করছেন। এরপর গৌরব কাপুরের সঙ্গে খোশমেজাজে আলোচনা শুরু করেন রবি শাস্ত্রী, যুবরাজ সিং, ক্রিস গেইল এবং ড্যারেন গফ। প্রথমে অবশ্য মঞ্চে ছিলেন না বিরাট। তবে গৌরবের অনুরোধে পরে সেখানে যোগ দেন। আর গোটা ক্রিকেট বিশ্ব যে তাঁকে মিস করছে, সেটা শুনে বেশ মজাদার জবাব দেন বিরাট কোহলি। 

তখন তাঁর পাশেই বসেছিলেন কোহলির প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। টেস্টের ময়দানে এই জুটি একাধিক সাফল্য এনে দিয়েছে ভারতকে। এমনকি, একে অপরের প্রশংসাও করেন শাস্ত্রী এবং কোহলি। এদিকে প্রাক্তন কোচের সঙ্গে নিজের সুসম্পর্কের কথাও বলেন বিরাট। তাঁকে আরও ভালো টেস্ট ক্রিকেটার হতে কীভাবে তিনি সাহায্য করেছেন, সেই বিষয়টিও উল্লেখ করেন। 

কোহলির কথায়, “আমি ওর সঙ্গে কাজ না করলে, টেস্টে আমরা যা সাফল্য পেয়েছি, সেটা কখনোই সম্ভব হত না। আমাদের মধ্যে যে স্বচ্ছতা ছিল, সেটা কিন্তু সবার মধ্যে থাকে না। যা আদতে ক্রিকেটারদের উন্নতি করতে সাহায্য করে। উনি সবসময় আমাকে সাহায্য করেছেন। একাধিক সাংবাদিক সম্মেলনে আমার সামনে ঢাল হয়ে দাড়িয়ে নিজে বুলেট খেয়েছেন। আমার ক্রিকেট জীবনের একটা বড় অঙ্গ হওয়ার জন্য আমি সবসময় ওকে সম্মান দিই এবং শ্রদ্ধা করি।" 

যুবরাজ সিং-এর সঙ্গেও বিরাট কোহলির সম্পর্ক ভালো 

 গত ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে তাঁর সঙ্গে প্রথম আলাপ। তারপর মাঠে এবং মাঠের বাইরে যুবির সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে বিরাটের। সেই প্রসঙ্গে কোহলি বলেন, কিছু সম্পর্ক সারাজীবন থেকে যায়। এটা হল তারমধ্যেই একটা। ক্যানসারের মতো মারণরোগ থেকে ফিরে এসেও আবার জীবনযুদ্ধ জয় করার জন্য যুবরাজকে কুর্নিশ জানান বিরাট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে