Virat Kohli: মহাকালেশ্বর মন্দিরে বিরাট (Virat Kohli)। ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ১৮ জানুয়ারি, অর্থাৎ রবিবার। কার্যত, এটি সসিরিজের নির্ণায়ক ম্যাচ। কারণ, চলতি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম ম্যাচে জয় পেয়েছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে আবার পরাজিত হয়েছে তারা। ফলে, তিন ম্যাচের সিরিজে আপাতত ফলাফল ১-১। সেই জায়গায় দাঁড়িয়ে, এই ম্যাচ যে দল জিতবে, সিরিজ তাদের পকেটে (india new zealand odi)।
নিঃসন্দেহে চাপ রয়েছে গোটা দলের উপর। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে, মুখোমুখি হবে দুই দল। ইতিমধ্যেই টিম ইন্ডিয়া পৌঁছে গেছে। আর ঠিক তার আগেরদিন, উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা তথা বিশ্ব ক্রিকেটের মেগাস্টার বিরাট কোহলি। সঙ্গে ছিলেন দলের স্পিনার কুলদীপ যাদব।
দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের অন্যতম হল মহাকালেশ্বর মন্দির। নিরাপত্তারক্ষী এবং সেবায়েতদের সঙ্গে মন্দিরের গর্ভগৃহে যান বিরাট কোহলি। সবার সঙ্গে বসে প্রার্থনা করেন। পুজো দেওয়ার সময় কোহলি মুখে ‘জয় শ্রী মহাকাল’ ধ্বনিও উচ্চারিত করেন।
পুজো দেওয়ার সময়, কোহলির পাশেই ছিলেন ভারতীয় দলের স্পিনার কুলদীপ যাদব। মহাকালেশ্বর মন্দিরে তাদের সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, বিরাট কোহলি এই মুহূর্তে শুধু একদিনের ম্যাচ খেলে থাকেন দেশের হয়ে।
গত অস্ট্রেলিয়া সফর থেকে তিনি যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন। ভারতের হয়ে একাধিক জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই তারকা ব্যাটার। স্বাভাবিকভাবেই রবিবার, সিরিজ়ের নির্ণায়ক ম্যাচেও কোহলির দিকে নজর রাখবেন ক্রিকেটপ্রেমীরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।