জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা! লক্ষণ যোগ দিতে পারেন আইপিএলে

Published : Jul 22, 2024, 10:12 PM IST
VVS LAXMAN

সংক্ষিপ্ত

ফের একবার আইপিএলের (IPL) মঞ্চে ফিরতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ (V.V.S Laxman)। জল্পনা অনেকটা সেইরকমই।

ফের একবার আইপিএলের (IPL) মঞ্চে ফিরতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ (V.V.S Laxman)। জল্পনা অনেকটা সেইরকমই।

ভারতীয় ক্রিকেট মহলে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে লক্ষ্মণ। শোনা যাচ্ছে, ভিভিএস লক্ষ্মণ আর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) প্রধানের পদে থাকতে চাইছেন না। পরিবর্তে লখনউ সুপার জায়ান্টসের (LSG) কোচের পদে তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল।

শোনা যাচ্ছে যে, এলএসজি (LSG) কর্তারা ভীষণভাবেই চাইছেন লক্ষ্মণ (VVS Laxman) কোচের দায়িত্ব নিক। তবে এই ব‌্যাপারটি এখনও চূড়ান্ত নয়। এমনিতে, ভারতের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের সম্পর্কে যথেষ্ট স্বচ্ছ ধারণা রয়েছে প্রাক্তন এই তারকার।

ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) দায়িত্বে থাকার কারণে, দেশের প্রায় প্রতিটি ক্রিকেটারের দক্ষতা সম্পর্কেই তাঁর স্পষ্ট ধারণা রয়েছে। সেইজন্যই কোচের (Coach) পদে লখনউ তাঁকে বসাতে চাইছে।

প্রসঙ্গত, লক্ষ্মণ গত ২০২১ সালের শেষদিকে জাতীয় ক্রিকেট অ‌্যাকাডেমির দায়িত্বভার গ্রহণ করেন। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) অনুপস্থিতিতে জাতীয় দলের কোচ হিসেবেও বেশকয়েকটি সফরে দলের সঙ্গে গেছিলেন তিনি। সূত্রের খবর, লক্ষ্মণের সঙ্গে বিসিসিআইয়ের (BCCI) চুক্তি শেষ হয়ে যাচ্ছে আগামী অগাস্ট মাসেই।

যদিও সেই চুক্তি পুনর্নবীকরণের সুযোগ থাকলেও এরপর আর তিনি চুক্তি বাড়াতে নারাজ বলেই শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, বিসিসিআইয়ের (BCCI) সঙ্গে এই বিষয়ে তাঁর প্রাথমিক কথাবার্তা হয়েছে। যদিও তা ইতিবাচক নয়। কিন্তু বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) আবার লক্ষ্মণের সঙ্গে কথা বলতে পারেন। সেক্ষেত্রে বোর্ড সচিবের সঙ্গে কথা বলার পর হয়তে লক্ষ্মণের মত বদল হওয়ারও একটা সম্ভাবনা থাকছে।

তবে এখনও পর্যন্ত যা আপডেট, তাতে এই প্রাক্তন জাতীয় ক্রিকেটার এনসিএ-র (NCA) দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 2nd T20: টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল ভারত, প্রথম একাদশে সুযোগ পেলেন কারা?
Ranji Trophy 2026: সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা, দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ৩৯৩ রানে