
ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপ কতটা সফল হল, পরিকাঠামো-সহ যাবতীয় ব্যবস্থাপনা কেমন ছিল খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন করল আইসিসি। এই কমিটিতে আছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটার রজার টোস, আইসিসি ডিরেক্টর লসন নাইডু ও ইমরান খাজা। আইসিসি ডিরেক্টর পদে থাকার পাশাপাশি ডেপুটি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন ইমরান। নিউ ইয়র্ক, ফ্লোরিডা ও ডালাসে টি-২০ বিশ্বকাপের ম্যাচ আয়োজন করে ২০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে আইসিসি-র। কোথায় সমস্যা হল, সেটা খতিয়ে দেখতেই কমিটি গঠন করা হয়েছে। আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘টি-২০ বিশ্বকাপ কেমন হয়েছে, সেটা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে আইসিসি বোর্ড। আইসিসি-র ৩ জন ডিরেক্টর রজার টোস, লসন নাইডু ও ইমরান খাজা এ বছরের শেষদিকে আইসিসি বোর্ডের কাছে রিপোর্ট জমা দেবেন।’
টি-২০ বিশ্বকাপে দুর্নীতি হয়েছে?
আইসিসি সূত্রে জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজন করা সংক্রান্ত খরচের জন্য ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সেই বাজেট অনেক বেড়ে যায়। আইসিসি বোর্ডের কয়েকজন প্রভাবশালী সদস্য এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠগুলিতে নিম্নমানের ড্রপ-ইন পিচ ব্যবহার করা হয়, টিকিট বিক্রি সংক্রান্ত ব্যবস্থা, লজিসটিকস সংক্রান্ত ব্যবস্থাপনাও ঠিক ছিল না। এসবের ফলে আইসিসি-র সমস্যা বেড়েছে। কোন পদ্ধতিতে বিভিন্ন সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল, সেটা খতিয়ে দেখছে আইসিসি। কয়েকজন শীর্ষস্থানীয় এগজিকিউটিভের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
দুর্নীাতির দায়ে পদত্যাগ আইসিসি কর্তার?
টি-২০ বিশ্বকাপের পরেই পদত্যাগ করেছেন আইসিসি হেড অফ ইভেন্টস ক্রিস টেটলি। তিনি দুর্নীতির দায়ে পদত্যাগ করেছেন বলে মনে করছেন অনেকে। তবে এ বিষয়ে আইসিসি-র পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
T20 World Cup: টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ বাছল আইসিসি, কতজন ভারতীয় জায়গা পেলেন?