ভারতীয় ক্রিকেট দলে শেষ বাঙালি, ব্যাট-গ্লাভস তুলে রাখছেন ঋদ্ধিমান সাহা

পঙ্কজ রায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর যে বাঙালি ক্রিকেটার দাপটের সঙ্গে জাতীয় দলের হয়ে খেলেছেন, তাঁর নাম ঋদ্ধিমান সাহা। তিনি নিজের সময়ে দেশের সেরা উইকেটকিপার।

চলতি মরসুমে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা। 'এক্স' হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘ক্রিকেটে অভীষ্ট যাত্রার পর এটাই আমার শেষ মরসুম হতে চলেছে। শেষবার বাংলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। অবসর নেওয়ার আগে শুধু রঞ্জি ট্রফিতে খেলছি। এই মরসুমকে স্মরণীয় করে রাখতে চাই।’ ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফিতে দুই মরসুম খেলার পর এবারই বাংলায় ফিরেছেন ঋদ্ধিমান। তিনি বুঝতে পেরেছেন, ৪০ বছর বয়সে আর জাতীয় দলে ফিরতে পারবেন না। আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানস তাঁকে এবার রিটেইন করেনি। আইপিএল-এর নিলামে অন্য কোনও দল হয়তো তাঁকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাবে না। এই কারণেই বাংলার হয়ে শেষবার রঞ্জি ট্রফিতে খেলে অবসর নিচ্ছেন ঋদ্ধিমান।

দেশের সেরা উইকেটকিপার

Latest Videos

২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেছেন ঋদ্ধিমান। তিনি ৪০ টেস্ট ম্যাচ, ৯ ওডিআই ম্যাচ খেলেছেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যতদিন খেলেছেন, ততদিন নিয়মিত খেলার সুযোগ পাননি ঋদ্ধিমান। ধোনির অবসরের পর জাতীয় দলের হয়ে নিয়মিত খেলার সুযোগ পান বাংলার এই উইকেটকিপার-ব্যাটার। তিনি বিরাট কোহলির নেতৃত্বে বেশি ম্যাচ খেলেন। টেস্টে ৩ বার শতরান, ৬ বার অর্ধশতরান করেন ঋদ্ধিমান। তাঁর ব্যাটিংয়ের চেয়েও উইকেটকিপিং বেশি নজর কেড়ে নিয়েছে। দেশের সেরা উইকেটকিপার হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঋদ্ধিমান।

 

 

আইপিএল ফাইনালে শতরান

২০১৪ সালে আইপিএল ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫৫ বলে ১১৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ঋদ্ধিমান। তিনিই প্রথম ব্যাটার হিসেবে আইপিএল ফাইনালে শতরান করেন। কিন্তু এই ইনিংসের পরেও তাঁর দল হেরে যায়। আইপিএল-এ আর তাঁকে দেখা যাবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2023: ঋদ্ধিমান-শুবমানের অসাধারণ ইনিংস, লখনউয়ের বিরুদ্ধে সহজ জয় গুজরাটের

IPL 2023 GT Vs LSG: 'চালিয়ে খেলে' ৪৩ বলে ৮১ রানের বিস্ফোরক ইনিংস ঋদ্ধিমান সাহার

IPL 2023: ঋদ্ধিমান সাহাকে ফেরালেন অর্জুন তেন্ডুলকর, বড় স্কোর গুজরাটের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia