
Women World Cup 2025: মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে বরাবরই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার দাপট দেখা যায় (women world cup 2025 schedule)। ভারত অবশ্য একবারও বিশ্বকাপ জিততে পারেনি। দু’বার ফাইনালে উঠলেও হেরে ফিরতে হয়েছে (women world cup 2025)। চলতি বছরে, ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ। এবার তার আগে ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর রীতিমতো বলে দিয়েছেন, “এবার সব বাধা ভেঙে দেব আমরা।”
অর্থাৎ, আর মাত্র বাকি আছে ৫০ দিন। সোমবার, মুম্বইতে সেই মেগা প্রতিযোগিতার সুদৃশ্য ট্রফি উন্মোচিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং এবং মিতালি রাজ। তাছাড়া ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা এবং জেমাইমা রদ্রিগেজও উপস্থিত ছিলেন।
হরমনপ্রীত এদিন বলেন, “দেশবাসীরা এতদিন ধরে অপেক্ষা করেছে। তাই এবার আমরা সব বাধা ভেঙে দিতে চাই। বিশ্বকাপ আমাদের কাছে সবসময় স্পেশ্যাল। দেশের জন্য সবসময় সেরাটা দিতে চেয়েছি আমরা। যখনই আমি যুবরাজ সিংকে দেখি, ততবার যেন বাড়তি শক্তি পাই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা সবসময় কঠিন। তাতে বোঝা যায়, আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছি। এই ধরনের সিরিজ আদতে আত্মবিশ্বাস জোগায়। আমরা অনুশীলনেও অনেক পরিশ্রম করেছি।”
প্রসঙ্গত, এর আগে ২০০৫ সালের বিশ্বকাপ ফাইনালে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৮ রানে পরাজিত হতে হয়েছিল মিতালি রাজের নেতৃত্বাধীন ভারতীয় দলকে। তারপর ২০১৭ সালে, ফাইনালে উঠলেও জয় আসেনি। সেই বছর, ভারতকে মাত্র ৯ রানে হারতে হয়েছিল। কিন্তু এবার সমস্ত বাধা বাধা অতিক্রম করে জয় ছিনিয়ে আনতে চাইছেন হরমনপ্রীতরা।
সোমবার, মুম্বইতে সেই মেগা প্রতিযোগিতার সুদৃশ্য ট্রফি উন্মোচিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং এবং মিতালি রাজ। তাছাড়া ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা এবং জেমাইমা রদ্রিগেজও উপস্থিত ছিলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।