Shreyanka Patil: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বোলার হিসেবে ৪ উইকেট শ্রেয়াঙ্কা পাতিলের

Published : Sep 04, 2023, 05:43 PM IST

প্রথম উইমেনস প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাতিল। এখন তিনি উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। এই টি-২০ লিগে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন শ্রেয়াঙ্কা। তিনি নতুন রেকর্ড গড়লেন।

PREV
110
উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাতিলের

উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বোলার হিসেবে কোনও ম্যাচে ৪ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন ভারতীয় অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাতিল। 

210
বার্বাডোজের কেনসিংটন ওভালে নতুন রেকর্ড গড়লেন কর্ণাটকের অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাতিল

এবারের উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন শ্রেয়াঙ্কা পাতিল।

310
বার্বাডোজ রয়্যালসের বিরুদ্ধে নতুন রেকর্ড গড়েছেন শ্রেয়াঙ্কা পাতিল

বার্বাডোজ রয়্যালসের বিরুদ্ধে ৪ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন শ্রেয়াঙ্কা পাতিল।

410
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স শ্রেয়াঙ্কা পাতিলের

বার্বাডোজ রয়্যালসের বিরুদ্ধে রাশাদা উইলিয়ামস, হেলি ম্যাথুজ, আলিয়া অ্যালেইন ও চেদিয়ান নেশনের উইকেট নেন শ্রেয়াঙ্কা পাতিল।

510
শ্রেয়াঙ্কা পাতিলের অসাধারণ পারফরম্যান্স অবশ্য কাজে লাগল না, তাঁর দল হেরে গেল

শ্রেয়াঙ্কা পাতিলের ৪ উইকেট সত্ত্বেও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়ে দিল বার্বাডোজ রয়্যালস। 

610
বুধবার পরের ম্যাচ খেলতে নামবে শ্রেয়াঙ্কা পাতিলের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স

বুধবার পোর্ট অফ স্পেনে পরবর্তী ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছেন শ্রেয়াঙ্কা পাতিলরা। 

710
এবারের উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বড় ভরসা শ্রেয়াঙ্কা পাতিল

উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ভালো ফলের জন্য শ্রেয়াঙ্কা পাতিলের উপর ভরসা করছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

810
বার্বাডোজ রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে উইকেট পাননি শ্রেয়াঙ্কা পাতিল

ভুল থেকে শিক্ষা নিয়েছেন শ্রেয়াঙ্কা পাতিল। বার্বাডোজ রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে উইকেটহীন থাকার পর এবার অসাধারণ পারফরম্যান্স দেখালেন তিনি।

910
বোলিংয়ের পর ব্যাট হাতেও সফল হওয়াই লক্ষ্য শ্রেয়াঙ্কা পাতিলের

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে বল হাতে সাফল্য পেয়েছেন। এবার রানও করতে চাইছেন শ্রেয়াঙ্কা পাতিল।

1010
আন্তর্জাতিক ক্রিকেটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখানোই শ্রেয়াঙ্কা পাতিলের লক্ষ্য

ভারতীয় দলের হয়েও অসাধারণ পারফরম্যান্স দেখাতে চান অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাতিল।

click me!

Recommended Stories