Women's Cricket World Cup 2025: ভারতের সামনে সুবর্ণ সুযোগ বিশ্বকাপ জেতার, কী বলছেন হরমনপ্রীত?

Published : Sep 30, 2025, 11:18 AM IST
harmanpreet kaur

সংক্ষিপ্ত

Women's Cricket World Cup 2025: আর তার আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর জানালেন, বিশ্বকাপ জেতার সবচেয়ে ভালো সুযোগ এই মুহূর্তে ভারতের সামনে রয়েছে। আসন্ন এই বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত। তাঁর স্বপ্ন পূরণ হয়েছে।

Women's Cricket World Cup 2025: মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে (women's cricket world cup 2025)। আর প্রথম ম্যাচেই মাঠে নামছে ভারত। এই খেলায় তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গুয়াহাটির বর্শাপাড়া স্টেডিয়ামে, এই ম্যাচটি অনুষ্ঠিত হবে (women's world cup 2025)।

কী বলছেন হরমনপ্রীত কউর?

আর তার আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর জানালেন, বিশ্বকাপ জেতার সবচেয়ে ভালো সুযোগ এই মুহূর্তে ভারতের সামনে রয়েছে। আসন্ন এই বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত। তাঁর স্বপ্ন পূরণ হয়েছে। 

ভারত অধিনায়কের কথায়, "আমাদের খুব ভালো সুযোগ রয়েছে এবার। ঘরের মাঠে খেলব বলে নয়। সাম্প্রতিক অতীতে আমরা যে পরিমাণ ম্যাচ খেলেছি এবং জিতেছি, তাতেই বোঝা যায় যে, আমাদের দলের গভীরতা ঠিক কতটা। ব্যাটিং বা বোলিং, সব বিভাগেই উন্নতি করেছে আমাদের দল। তাই আমাদের সামনে অনেক সুযোগ রয়েছে। মঙ্গলবার, প্রথম ম্যাচ। আপাতত গোটা দলের ফোকাস এই ম্যাচেই।”

আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক

তিনি আরও যোগ করেন, “অনেকদিন ধরেই দলকে নেতৃত্ব দিচ্ছি। বিশেষ করে, টি-২০ ক্রিকেট বিশ্বকাপে। তবে এই প্রথম বার একদিনের বিশ্বকাপে নেতৃত্ব দেব টিমকে। আমি জানি, আইসিসি-র প্রতিযোগিতায় ঠিক কীভাবে এগোতে হয়। আসলে আমার কাছে একদিনের বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া একটা স্বপ্নের মতো ছিল। এবার সেটা পূরণ হল। তাই আমরা সবাই নিজেদের সেরাটাই উপহার দেব।”

অন্যদিকে, শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক চামারি আটাপাট্টু জানিয়েছেন, এশিয়ার কোনও দল বিশ্বকাপ জিততে পারলে তিনি নিজেও ভীষণ খুশি হবেন। উল্লেখ্য, এখনও পর্যন্ত এশিয়ার কোনও দেশই বিশ্বকাপ জিততে পারেনি। অস্ট্রেলিয়া সাতবার, ইংল্যান্ড চারবার এবং নিউ জ়িল্যান্ড মাত্র একবার এই ট্রফি জিতেছে।

তবে যথেষ্ট আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক।তাঁর মতে, এই মুহূর্তে ভারতের সামনে ভালো সুযোগ রয়েছে। আসন্ন এই বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিতে পেরে তিনি নিজেও গর্বিত। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vijay Hazare Trophy 2026: শক্তিশালী কর্ণাটককে হারিয়ে বিজয় হাজারে ট্রফির ফাইনালে পৌঁছে গেল বিদর্ভ
Bangladesh Cricket: ক্রিকেটারদের দাবি মানতে বাধ্য হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দায়িত্ব থেকে সরানো হল নাজমুলকে