WPL 2025: রিচা ঘোষের ব্যাটিং তাণ্ডব, উদ্বোধনী ম্যাচে অনায়াস জয় আরসিবি-র

Published : Feb 15, 2025, 01:20 AM IST

WPL 2025: উইমেনস প্রিমিয়ার লিগ (WPL) ২০২৫ এর শুরুটা হয়েছে রোমাঞ্চকরভাবে। রিচা ঘোষের বিধ্বংসী ইনিংসের সাহায্যে বিশাল টার্গেট তাড়া করে গুজরাট জায়ান্টসকে ধরাশায়ী করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।  

PREV
15
উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট জায়ান্টস: উইমেনস প্রিমিয়ার লিগ (WPL) ২০২৫ এর শুরুটা হয়েছে রোমাঞ্চকরভাবে। প্রথম ম্যাচেই রানের বন্যা বয়ে গিয়েছে। দুই দলই একে অপরকে টেক্কা দিয়ে রানের পাহাড় গড়েছে। তৃতীয় মরসুমে স্মৃতি মন্ধানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) তাদের প্রথম ম্যাচে গুজরাট জায়ান্টসের মুখোমুখি হয়। গুজরাট জিতবে বলে মনে হলেও শেষ পর্যন্ত রিচা ঘোষের ঝোড়ো ইনিংসের সাহায্যে আরও একটি ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নিয়েছে আরসিবি।

25
উইমেনস প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে রানের বন্যা দেখতে পেলেন দর্শকরা

উইমেনস প্রিমিয়ার লিগ (WPL) এর তৃতীয় মরসুম শুক্রবার শুরু হয়েছে। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট জায়ান্টস মুখোমুখি হয়। টসে জিতে আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধানা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট জায়ান্টসের খেলোয়াড়রা দুর্দান্ত ব্যাটিং করেন। ২০ ওভারে ২০১ রান করে গুজরাট। তবে, বিশাল টার্গেট তাড়া করতে নেমে আরও একটি ওভার বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে ২০২ রান করে জয় ছিনিয়ে নেয় আরসিবি।

35
আরসিবি-র বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল স্কোর গুজরাটের

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট জায়ান্টস শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করে চার-ছক্কার বন্যা বইয়ে দেয়। ২০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে গুজরাট। উইকেটকিপার-ব্যাটসম্যান বেথ মুনি দুর্দান্ত ইনিংস খেলেন। ৪২ বলে ৫৬ রানের ইনিংসে ৮টি বাউন্ডারি মারেন। অধিনায়ক অ্যাশলে গার্ডনার ঝোড়ো ব্যাটিং করে ৭৯ রান করেন। ৭৯ রানের ইনিংসে ৩টি বাউন্ডারি এবং ৮টি ছক্কা হাঁকান।

45
শুরুতে অধিনায়ক স্মৃতি মন্ধানার উইকেট হারালেও, জয় ছিনিয়ে নিল আরসিবি

স্মৃতি মন্ধানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের শুরুটা ভালো হয়নি। ভালো ছন্দে থাকা স্মৃতি (৯) দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান। একই ওভারে ড্যানিয়েলে ওয়ায়-হজও (৪) আউট হন। ফলে ১৪ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। তবে এরপর ক্রিজে যাওয়া ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখানোয় আরসিবি জয়ের দিকে এগিয়ে যায়।

55
শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের অসাধারণ ব্যাটিংয়ে টুর্নামেন্টের শুরুটা ভালোভাবে করল আরসিবি

এলিস পেরি ঝড়ো ব্যাটিং করে ৩৪ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। রাঘবী বিস্ট ২৫ রান করেন। রিচা ঘোষ ঝোড়ো ব্যাটিং করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে আরসিবি-কে জয় এনে দেন। রিচা ৬৪ রানের ইনিংসে ৭টি চার এবং ৪টি ছক্কা মারেন। রিচার সঙ্গে কণিকা আহুজা ৩০ রান করে অপরাজিত থাকেন। এই ম্যাচে দুই দল মিলে ৪০০ রানের বেশি করে। 

click me!

Recommended Stories