বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে একাধিক ক্রিকেটারের চোটে সমস্যায় পড়ে গেল ভারতীয় দল। তবে পরিবর্ত ক্রিকেটারের অভাব নেই। ফলে শক্তিশালী দল নিয়েই খেলবে ভারত।
উরুর চোটের জন্য আগামী মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের হয়ে খেলতে পারবেন না অভিজ্ঞ ব্যাটার কে এল রাহুল। তাংর পরিবর্তে ভারতীয় দলে নেওয়া হল ঈশান কিষাণকে। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে ছিলেন ঈশান। তবে সীমিত ওভারের ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখালেও, টেস্টে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ঈশান। রাহুলের চোট তাঁর সামনে নতুন সুযোগ এনে দিল। উইকেটকিপার হিসেবে ভারতীয় দলে রাখা হয়েছে কে এস ভরতকে। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় ভরতের। ফের খেলার সুযোগ দেওয়া হতে পারে তাঁকে।
১ মে আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক রাহুল। সেই ম্যাচে তাঁর পক্ষে আর খেলা সম্ভব হয়নি। কয়েকদিন পরে জানা যায়, বিশেষজ্ঞ চিকিৎসকরা রাহুলের অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। কিছুদিনের মধ্যেই অস্ত্রোপচার করাবেন এই ব্যাটার। তারপর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের পর ফিট হয়ে মাঠে ফিরবেন রাহুল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালে খেলতে না পারলেও, এশিয়া কাপের আগে ফিট হয়ে ওঠার চেষ্টায় রাহুল। সেপ্টেম্বরে এশিয়া কাপের পর অক্টোবরে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় খেলার লক্ষ্যে তৈরি হচ্ছেন রাহুল।
চোট পেয়েছেন ভারতীয় দলের অভিজ্ঞ বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাটও। নেটে বোলিং করার সময় পড়ে গিয়ে বাঁ কাঁধে চোট পান এই পেসার। রাহুলের মতোই উনাদকাটের পক্ষেও চলতি আইপিএল-এ আর খেলা সম্ভব হবে না। এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আছেন উনাদকাট। সেখানে তাঁর স্ট্রেংথ ট্রেনিং ও রিহ্যাব চলছে। এই পেসারের পক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা সম্ভব হবে কি না সেটা এখনই বলা সম্ভব নয়। কিছুদিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
কলকাতা নাইট রাইডার্সের পেসার উমেশ যাদবও আইপিএল ম্যাচ চলাকালীন চোট পান। ২৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলার সময় চোট পান উমেশ। তাঁকে এখন দেখছে কেকেআর মেডিক্যাল টিম। রিহ্যাব চলাকালীনই হাল্কা বোলিং শুরু করেছেন এই পেসার। কেকেআর মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ রেখে চলছে বিসিসিআই মেডিক্যাল টিম। উমেশের ফিটনেসের উপর নজর রাখছে বিসিসিআই। এই পেসারকে রেখেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা করা হয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ঘোষিত ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কে এস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও ঈশান কিষাণ। স্ট্যান্টবাই হিসেবে রাখা হয়েছে রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার ও সূর্যকুমার যাদবকে।
আরও পড়ুন-
IPL 2023: প্লে-অফের দৌড়ে টিকে থাকতে চাই জয়, পাঞ্জাব কিংসের চ্যালেঞ্জ সামলাতে তৈরি কেকেআর
IPL 2023: শেষ বলে ছক্কা, সানরাইজার্স হায়দরাবাদকে জেতালেন আবদুল সামাদ
IPL 2023: ঋদ্ধিমান-শুবমানের অসাধারণ ইনিংস, লখনউয়ের বিরুদ্ধে সহজ জয় গুজরাটের