WTC Final 2023: ওভালে টেস্ট ম্যাচে বিরাট কোহলির পারফরম্যান্স কেমন?
এক সপ্তাহ পরেই লন্ডনের দ্য ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতীয় দলের বেশিরভাগ সদস্যই দলে যোগ দিয়েছেন। জোরকদমে চলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি। বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারারা অনুশীলনে ব্যস্ত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের অন্যতম ভরসা বিরাট কোহলি
৭ জুন লন্ডনের দ্য ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় দলের অন্যতম ভরসা বিরাট কোহলি।
টেস্ট ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলির রেকর্ড ভারতীয় দলের ভরসা
দেশের মাটিতে হোক বা বিদেশে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে বিরাট কোহলির রেকর্ড বেশ ভালো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিরাটের সেই রেকর্ডই ভারতীয় দলের ভরসা।
আইপিএল-এ প্লে-অফের আগেই লন্ডন পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট
এবারের আইপিএল-এর প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই কারণে প্লে-অফের আগেই লন্ডন পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট কোহলি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যে মাঠে, সেখানে অবশ্য বিরাটের রেকর্ড ভালো নয়
২০১৪ সালের ইংল্যান্ড সফরে সাফল্য পাননি বিরাট কোহলি। পরবর্তীকালে অবশ্য ইংল্যান্ড সফরে সাফল্য পেয়েছেন এই ব্যাটার। তবে দ্য ওভালে এখনও পর্যন্ত বেশি রান করতে পারেননি বিরাট।
ওভালে এখনও পর্যন্ত ৩টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি, বড় রান পাননি তিনি
দ্য ওভালে এখনও পর্যন্ত ৩টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৬ ইনিংসে তাঁর মোট রান ১৬৯। এবার ওভালে নিজের রেকর্ড বদলাতে মরিয়া বিরাট।
ওভালে ৩টি টেস্ট ম্যাচ খেলে মাত্র একটি অর্ধশতরান করতে পেরেছেন বিরাট কোহলি
দ্য ওভালে টেস্ট ম্যাচে বিরাট কোহলির ব্যাটিংয়ের গড় মাত্র ২৮.১৭। এই মাঠে তিনি মাত্র একটি অর্ধশতরান করেছেন। এবার বড় স্কোর করতে মরিয়া বিরাট।
গতবার বিরাটের নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরে যায় ভারত, এবার জিততে মরিয়া দল
গতবার বিরাট কোহলির নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্স হয় ভারতীয় দল। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে মরিয়া বিরাটরা।
সিনিয়র ক্রিকেটার হিসেবে বাড়তি দায়িত্ব পালন করতে তৈরি বিরাট কোহলি
অধিনায়ক হিসেবে না থাকলেও, ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে জুনিয়রদের সাহায্য করছেন বিরাট কোহলি। অনুশীলনে বাড়তি দায়িত্ব পালন করছেন এই তারকা ক্রিকেটার।
২ মাস ধরে আইপিএল-এ খেলেছেন ভারতীয় ক্রিকেটাররা, এবার টেস্টে মানিয়ে নিতে হবে
ভারতীয় ক্রিকেটাররা আইপিএল-এ খেলতে ব্যস্ত ছিলেন। সেখান থেকে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচে মানিয়ে নেওয়া সহজ নয়। তবে অনুশীলনের মাধ্যমে তৈরি হচ্ছেন বিরাট কোহলিরা।