WPL Auction 2026: উইমেন্স প্রিমিয়ার লিগের মেগা নিলাম বৃহস্পতিবার, উড়বে কোটি কোটি টাকা

Published : Nov 27, 2025, 02:34 PM IST
WPL Auction 2026: উইমেন্স প্রিমিয়ার লিগের মেগা নিলাম বৃহস্পতিবার, উড়বে কোটি কোটি টাকা

সংক্ষিপ্ত

WPL Auction 2026: এই নিলামে, ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকাদের পাশাপাশি বিদেশিদের দিকেও নজর থাকবে পাঁচ ফ্রাঞ্চাইজি দলের। 

 WPL Auction 2026: মেগা নিলাম। বৃহস্পতিবার, দিল্লীতে অনুষ্ঠিত হতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগের মেগা নিলাম (wpl auction 2026)। আর তা নিয়ে রীতিমতো উত্তেজনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে (wpl auction 2026 date and time)। 

আর এই নিলামে, ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকাদের পাশাপাশি বিদেশিদের দিকেও নজর থাকবে পাঁচ ফ্রাঞ্চাইজি দলের। প্রত্যেকটি দলের কাছে এবারের নিলামের আগে ১৫ কোটি টাকা করে ছিল। তবে তার মধ্যে অবশ্য কিছু টাকা খরচ হয়েছে ক্রিকেটারদের ধরে রাখতে। 

 

 

বর্তমানে সবমিলিয়ে, ৪১ কোটি ১০ লক্ষ টাকা রয়েছে দলগুলির হাতে। উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে নাম থাকছে মোট ২৭৭ জন ক্রিকেটারের। পাঁচটি দল মিলিয়ে, সর্বাধিক ৭৩ জনের জন্য খালি জায়গা রয়েছে। তার মধ্যে মাত্র ২৩ জন বিদেশিকে নেওয়ার সুযোগ থাকছে তাদের সামনে। 

এই মেগা নিলামে মোট ৮৩ জন বিদেশি ক্রিকেটারের নাম নথিভুক্ত রয়েছে। তাদের মধ্যে ২৩ জন আবার অস্ট্রেলিয়া থেকে। এরপরেই ইংল্যান্ড থেকে আছেন ২২ জন ক্রিকেটার। 

কোন দল কোন কোন ক্রিকেটারদের ধরে রেখেছে?

মুম্বই ইন্ডিয়ান্স ৩ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে ন্যাট শিভার-ব্রান্ট, ২ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে হরমনপ্রীত কৌর, ১ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে হেইলি ম্যাথুজ়, ১ কোটি দিয়ে আমনজ্যোৎ কৌর এবং ৫০ লক্ষ টাকা দিয়ে জি কমলিনীকে ধরে রেখেছে।

মোট খরচঃ ৯ কোটি ২৫ লক্ষ টাকা। 

নিলামের আগে হাতে আছেঃ ৫ কোটি ৭৫ লক্ষ টাকা। রাইট টু ম্যাচ কার্ড নেই।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে স্মৃতি মন্ধানা, ২ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে রিচা ঘোষ, ২ কোটি দিয়ে এলিস পেরি এবং ৬০ লক্ষ টাকা দিয়ে শ্রেয়াঙ্কা পাটিলকে ধরে রেখেছে। 

মোট খরচঃ ৮ কোটি ৮৫ লক্ষ টাকা।

নিলামের আগে হাতে আছেঃ ৬ কোটি ১৫ লক্ষ। একটি আরটিএম বাকি। 

দিল্লী ক্যাপিটালস ২ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে জেমিমা রদ্রিগেজ়, অ্যানাবেল সাদারল্যান্ড, মারিজ়ান ক্যাপ ও শেফালি ভার্মাকে ধরে রেখেছে। এছাড়াও ৫০ লক্ষ টাকার বিনিময়ে তাদের হাতে আছেন নিকি প্রসাদ। 

মোট খরচঃ ৯ কোটি ৩০ লক্ষ টাকা।

নিলামের আগে হাতে আছেঃ ৫ কোটি ৭০ লক্ষ। কোনও রাইট টু ম্যাচ কার্ড নেই।

গুজরাত জায়ান্টস ৩ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে অ্যাশলি গার্ডনার এবং ২ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে বেথ মুনিকে ধরে রেখেছে। 

মোট খরচঃ ৬ কোটি।

নিলামের আগে হাতে আছেঃ ৯ কোটি টাকা। তিনটি আরটিএম রয়েছে।

ইউপি ওয়ারিয়র্স ৫০ লক্ষ টাকা দিয়ে শ্বেতা সেহরাওয়াতকে ধরে রেখেছে। 

মোট খরচঃ ৫০ লক্ষ টাকা। 

নিলামের আগে হাতে আছেঃ ৪ কোটি ৫০ লক্ষ টাকা। চারটি আরটিএম কার্ড রয়েছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?