Indian Cricket Team: গম্ভীরের মন্তব্যের পরেই দিল্লী ক্যাপিটালসের মালিকের দাবি, "একজন দক্ষ লাল বলের কোচ চাই"

Published : Nov 27, 2025, 11:56 AM IST
Indian Cricket Team: গম্ভীরের মন্তব্যের পরেই দিল্লী ক্যাপিটালসের মালিকের দাবি, "একজন দক্ষ লাল বলের কোচ চাই"

সংক্ষিপ্ত

Indian Cricket Team: ২৫ বছর পর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ঘরের মাঠে হেরেছে তারা। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লী ক্যাপিটালসের আরেক মালিক পার্থ জিন্দাল।

Indian Cricket Team: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত (india vs sa test)। টিম ইন্ডিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ পকেটে পুড়েছে দক্ষিণ আফ্রিকা (sa vs ind test)। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় ক্রিকেট দল ৪০৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে। ২৫ বছর পর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ঘরের মাঠে হেরেছে তারা। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লী ক্যাপিটালসের আরেক মালিক পার্থ জিন্দাল।

 

 

এই হারের পর, ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গৌতম গম্ভীর বলেন, “বোর্ড যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। আমি আগেও একটা কথা বলেছি, আজও বলছি। ভারতীয় ক্রিকেট সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি কখনোই নই। মাথায় রাখবেন, আমি সেই একই লোক, যে ইংল্যান্ডে ভালো ফল করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপও জিতেছে।কোনও নির্দিষ্ট ক্রিকেটার বা কোনও নির্দিষ্ট শটকে আমি দোষ দিতে চাইনা। সকলেই সমানভাবে দায়ী। তাই আমি কখনও কাউকেই দোষারোপ করিনা এবং আগামী দিনেও সেটা করব না।"

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও যোগ করেন, “নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আমাদের দল অন্যরকম ছিল। আর এবার আলাদা দল রয়েছে। দুটি দলের ব্যাটিং বিভাগের কোনও তুলনাই হয় না। তাছাড়া দুটি দলের মধ্যে অভিজ্ঞতার দিক দিয়েও আকাশ-পাতাল তফাত রয়েছে।"

কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর নিঃসন্দেহে চাপ বাড়ছে বিসিসিআই-এর উপর। উড়ে আসছে একাধিক সমালোচনা। এবার এই প্রসঙ্গে মন্তব্য করেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লী ক্যাপিটালসের সহ-মালিক পার্থ জিন্দাল। তাঁর মতে, এই মুহূর্তেই ভারতীয় ক্রিকেট দলের জন্য একজন দক্ষ লাল বলের কোচ প্রয়োজন। 

নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “ঘরের মাঠে কী চরম পরাজয়! আমাদের টেস্ট দলকে ঘরের মাঠে এত দুর্বল কবে দেখেছি, মনে নেই!!! লাল বলের বিশেষজ্ঞদের দায়িত্ব না দিলে এমনটা হয়। লাল বলের ফরম্যাটে আমাদের যে গভীর শক্তি এবং দক্ষতা রয়েছে, এই দলটি সেই প্রতিফলন ঘটানোর ধারেকাছেও নেই। টেস্ট ক্রিকেটের জন্য ভারতের একজন বিশেষজ্ঞ লাল বলের কোচ নিয়োগের সময় এসে গেছে।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

২০২৫ সালে গুগলে কোন ভারতীয় ক্রিকেটারের নাম সবচেয়ে বেশি সার্চ হয়েছে জানেন? অবাক হয়ে যাবেন
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বেশিরভাগ টিকিটই ভিআইপি-দের হাতে! কটকে বারাবটি স্টেডিয়ামে ধুন্ধুমার