Bengaluru Stampede Update: বুধবার বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে বেঙ্গালুরু পুলিশ। কর্ণাটক হাইকোর্টও স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে। কার গাফিলতিতে এই ঘটনা ঘটল, তা জানার চেষ্টা করা হচ্ছে।
Bengaluru Stampede News Update: বুধবার বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা (Suo Motu FIR) দায়ের করল বেঙ্গালুরু পুলিশ (Bengaluru Police)। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru), কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা-সহ (Karnataka State Cricket Association) একাধিক সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হল। বেঙ্গালুরুর কাবন পার্ক থানায় (Cubbon Park Police Station) মামলা দায়ের করা হল। ডেপুটি পুলিশ কমিশনার সেন্ট্রাল শেখর এইচ টেক্কান্নাভর (Shekar H Tekkannavar) এই খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন, একাধিক সংস্থার বিরুদ্ধে অপরাধমূলক গাফিলতির মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita) ১০৫ ধারায় অনিচ্ছাকৃত খুন, ১২৫ (১২) ধারায় কারও জীবন ও নিরাপত্তা বিপন্ন করে তোলা, ১৪২ ধারায় বেআইনি জমায়েত, ১২১ ধারায় অপরাধের প্ররোচনা দেওয়া, ১৯০ ধারায় বেআইনি জমায়েতের মাধ্যমে অপরাধের দায় সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে।
পদপিষ্টের ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড়
মঙ্গলবার রাতে আইপিএল ফাইনালে (IPL 2025 Final) পাঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। বুধবার বেঙ্গালুরুতে বিরাট কোহলিদের (Virat Kohli) সংবর্ধনার ব্যবস্থা করা হয়। কিন্তু এরই মধ্যে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের (M Chinnaswamy Stadium) বাইরে বিপর্যয় ঘটে যায়। পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন জখম হয়েছেন। বেঙ্গালুরু পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবারের বদলে রবিবার সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু কর্ণাটক সরকার সেই অনুরোধে কান দেয়নি। এর ফলেই ঘটে গেল বিপর্যয়।
আর্থিক সহায়তা ঘোষণা আরসিবি-র
পদপিষ্ট হয়ে যে ১১ জনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে আরসিবি। যাঁরা জখম হয়েছেন, তাঁদের চিকিৎসার ক্ষেত্রেও সাহায্য করা হবে বলে জানানো হয়েছে। সমর্থকদের এই পরিণতি হওয়ায় শোকপ্রকাশও করেছে আরসিবি। সমর্থকদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


