স্তনের সঙ্গে কমলালেবুর তুলনা, ক্যান্সার সচেতনতার বিজ্ঞাপন নিয়ে বিপাকে যুবরাজ সিংয়ের সংস্থা

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তিনি এই মারণরোগের বিরুদ্ধে লড়াইয়ে জয় পেয়েছেন। সুস্থ হয়ে ওঠার পর থেকে ক্যান্সার সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছেন যুবরাজ। কিন্তু তাঁর সংস্থাই এবার বিতর্কে জড়াল।

Soumya Gangully | Published : Oct 25, 2024 1:14 PM IST / Updated: Oct 25 2024, 08:49 PM IST
110
স্তন ক্যান্সার সচেতনতার প্রচার ঘিরে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে যুবরাজ সিংয়ের সংস্থা

স্তন ক্যান্সার সচেতনতার প্রচার করতে গিয়ে বিতর্কে প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের সংস্থা ইউ উই ক্যান। এই বিজ্ঞাপনে স্তনকে কমলালেবুর সঙ্গে তুলনা করা হয়েছে।

210
স্তন ক্যান্সার সচেতনতার প্রচার ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে ইউ উই ক্যান

দিল্লিতে মেট্রোরেলের কামরায় স্তন ক্যান্সার সচেতনতার প্রচারমূলক বিজ্ঞাপন দিয়েছে যুবরাজ সিংয়ের সংস্থা ইউ উই ক্যান। এই বিজ্ঞাপনেই স্তনের সঙ্গে কমলালেবুর তুলনা করা হয়েছে। এই বিজ্ঞাপন ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।

310
এক দশকেরও বেশি সময় ধরে ক্যান্সার আক্রান্তদের সাহায্য করার পর বিতর্কে যুবরাজের সংস্থা

ইউ উই ক্যান সংস্থা এক দশকেরও বেশি সময় ধরে সারা দেশে ক্যান্সার সচেতনতার প্রচার চালানোর পাশাপাশি ক্যান্সার আক্রান্তদের সাহায্য করে চলেছে। কিন্তু এবার বিতর্কে জড়াল এই সংস্থা।

410
যুবরাজ সিংয়ের সংস্থার বিজ্ঞাপনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইউ উই ক্যান সংস্থার বিজ্ঞাপন। অনেকেই এই বিজ্ঞাপন ঘিরে আপত্তি জানাচ্ছেন।

510
স্তন ক্যান্সার সচেতনতার প্রচারমূলক বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে যুবরাজ সিংয়ের সংস্থা

সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার জেরে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে যুবরাজ সিংয়ের সংস্থা ইউ উই ক্যান।

610
বিতর্কিত বিজ্ঞাপন ঘিরে সোশ্যাল মিডিয়ায় অনেকে সরাসরি যুবরাজ সিংকে আক্রমণ করছেন

সোশ্যাল মিডিয়ায় অনেকে যুবরাজ সিংকে ট্যাগ করে তাঁর সংস্থার এই বিতর্কিত বিজ্ঞাপনের সমালোচনা করছেন।

710
বিতর্কিত বিজ্ঞাপনকে জায়গা দেওয়ার জন্য অনেকে দিল্লি মেট্রো কর্তৃপক্ষকেও আক্রমণ করছেন

দিল্লির মেট্রোরেলের কামরায় এই বিতর্কিত বিজ্ঞাপন কীভাবে জায়গা পেল, সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। অবিলম্বে এই বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার দাবিও উঠেছে।

810
বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে দিল্লি মেট্রো কর্তৃপক্ষকে তোপ মহুয়া মৈত্রর

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘হ্যালো ডিএমআরসি। স্তনকে স্তন বলুন। আপনার মায়ের আছে, আপনার স্ত্রীর আছে, আপনার বোনের আছে, আপনার মেয়ের আছে। আপনারও আছে বলা যায়। ওগুলো কমলালেবু না।’

910
কংগ্রেস নেতা পবন খেরাও এই বিতর্কে আসরে নেমে যৌনগন্ধী প্রবণতা নিয়ে সরব হয়েছেন

কংগ্রেস নেতা পবন খেরা 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘আমাদের এই বিষয় এড়িয়ে গেলে চলবে না। সব মহিলার শরীরের অঙ্গ স্তন। তা সত্ত্বেও আমরা স্তন নিয়ে আলোচনা করার সময় যৌনতার কথা বলি। এর ফলে স্তন ক্যান্সার নিয়ে আলোচনাও অস্বস্তিকর হয়ে যায়। এই অনিচ্ছা জীবনহানি ঘটাতে পারে। স্তন নিয়ে আলোচনা স্বাভাবিক করে তুলতে হবে। ক্যান্সার যাতে দ্রুত চিহ্নিত করা যায়, সেটা নিশ্চিত করতে হবে।’

1010
বিজ্ঞাপন নিয়ে বিতর্ক সামাল দিতে আসরে নেমেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন

দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ট্রেনেই বিতর্কিত বিজ্ঞাপন ছিল। সেই বিজ্ঞাপন সরিয়ে ফেলা হয়েছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos