ইউএস জয়ের পর মেদভেদেভের ডেড ফিশ সেলিব্রেশন, স্ত্রীকেও দিলেন বিবাহ বার্ষিকীর সেরা উপহার

Published : Sep 13, 2021, 05:26 PM IST
ইউএস জয়ের পর মেদভেদেভের ডেড ফিশ সেলিব্রেশন, স্ত্রীকেও দিলেন বিবাহ বার্ষিকীর সেরা উপহার

সংক্ষিপ্ত

ইউএস ওপেন ফাইনালে জোকোভিচকে হারিয়ে কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন দানিল মেদভেদেভ। অভিনব কায়দায় করলেন সেলিব্রেশন। স্ত্রীকেও দিলেন বিবা বার্ষিকীর সেরা উপহার।  

ইউএস ওপেনের ফাইনালে নামার আগে রাশিয়ার ২৫ বছরের টেনিস তারকা দানিল মেদভেদেভ নিজেও হয়তো ভাবেননি ম্য়াচ শেষে হাসি মুখে মাঠ ছাড়বেন তিনি। নিজের স্বপ্নের তারকাকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন পূরণ হবে তাও ছিল ভাবনার বাইর। কিন্তু অদম্য ইচ্ছে শক্তি, পরিশ্রম ও জেদের ফলে অবশেষে অসাধ্য সাধন করলেন দানি মেদভেদেভ। ফাইনালে সার্বিয়ার সিংহকে  ৬-৪, ৬-৪, ৬-৪ ব্যবদানে স্ট্রেট সেটে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হলেন মেদভেদেভ। এদিন ম্য়াচ শেষে পর ফিফা গেমের ডেড ফিশ সেলিব্রেশনের কায়দায় সেলিব্রেট করেন মেদভেদেভ। জয়ের পর ওরকম মরা মাছের মতো সেলিব্রেশন কেন? মেদভেদেভ বললেন, ‘শুধুমাত্র লেজেন্ডসরাই বুঝবে কেন ও রকম সেলিব্রেশন করলাম।’

কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় তির স্মরণীয় হয়ে তাকল মেদভেদেভের কাছে। কারণ নিজের বিবাহ বার্ষিকীর দিন এই অনন্য কৃতিত্ব অর্জন করলেন তিনি। তাই ইউএস ওপেন জিতে স্ত্রীকে তা উৎসর্গ করলেন। বিবাহবার্ষিকীর বিশেষ উপহার দিলেন দানিল মেদভেদেভ। গ্যালারিতে বসে থাকা তার স্ত্রীও তখন আবেগ প্রবণ। পুরষ্কার বিতরণীর সময় স্ত্রীর উদ্দেশ্যে দানিল মেদভেদেভের বার্তা,‘এটা আমাদের তৃতীয় বিবাহবার্ষিকী। টুর্নামেন্ট চলায় ওর জন্য কিছুই করতে পারিনি। তাই ফাইনালে ওঠার পর ভাবলাম, এমন কিছু করব যা ওকে উপহার দেওয়ার মতো হবে। যদি চ্যাম্পিয়ন হতে পারি, সেটাও ওকে উপহার দেওয়ার মতো হবে। হেরে গেলে আর কিছুই থাকবে না। আমাকে এই ম্যাচটা জিততেই হত।’

 

 

মেদভেদেভ প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর শুভেচ্ছা জানিয়েছেন নোভাক জোকোভিচ। এদিন ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি ছিল বিশ্বের পয়লা নম্বর টেনিস তারকার সামনে। কিন্তু ফাইনালে হেরে সেই স্বপ্নভঙ্গ হয় জোকারের। একই সঙ্গে সুযোগ ছিল ফেডেরার ও নাদালের গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড টপকে যাওয়ার। দুই সুযোগ হাতছাড়াও হলেও, মেদভেদেভের জয়ে খুশি তিনি। ম্য়াচ শেষে স্ত্রীর উদ্দেশ্যে মেদভেদেভের বার্তা ও বিবাহ বার্ষিকীর এমন উপহার পছন্দ হয়েছে সকলেরই। আপ্লুত তার স্ত্রীও।

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড