ডোনার নামে ভুয়ো অ্যাকাউন্টে ফলোয়ার্স ছাড়াল ৭৮ হাজার, লালবাজারে অভিযোগ দায়ের

Published : Feb 17, 2021, 11:08 AM ISTUpdated : Feb 17, 2021, 11:09 AM IST
ডোনার নামে ভুয়ো অ্যাকাউন্টে ফলোয়ার্স ছাড়াল ৭৮ হাজার, লালবাজারে অভিযোগ দায়ের

সংক্ষিপ্ত

ডোনার নামে সোশ্যাল ভুয়ো অ্যাকাউন্ট  লালবাজারে অভিযোগ দায়ের করল পরিবার   এই পর্যন্ত ৭৮ হাজারেরও বেশি ফলোয়ার্স   আপত্তিকর পোস্টে রীতিমত বিরক্ত ডোনা 

ডোনার নামে সোশ্যাল ভুয়ো অ্যাকাউন্ট খুলতেই লালবাজারে অভিযোগ দায়ের করল গঙ্গোপাধ্যায় পরিবার। ইদানিংকালে ক্রমেই বেড়ে চলেছে সাইবার ক্রাইম। আর এবার ফেসবুকের সৌরভের স্ত্রী ডোনা  গঙ্গোপাধ্যায়ের নামেও খোলা হয়েছে ভুয়ো অ্যাকাউন্ট।

 

 

আরও পড়ুন, প্রথম সপ্তাহেই ২ লাখ ডাউনলোড 'দিদির দূত' অ্যাপ, এখানে নিজের কথা জানাতে পারবে সাধারণ মানুষ  

ফেসবুকে ডোনা  গঙ্গোপাধ্যায় লিখলেই চলে আসছে ভুয়ো অ্যাকাউন্টটি। মহারাজের পরিবারের সকলের ছবি সেখানে রয়েছে। সেখান থেকে নানা ধরনের পোস্ট। এমনকি রয়েছে   গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে কীভাবে আড্ডা দিতে হবে , রয়েছে সেই ফান্ডাও। এদিকে কিছু আপত্তিকর পোস্টও সেখানে রয়েছে। লাগাতার পোস্টের কারণে লাগামছাড়া ভক্তদের ভীড়। এখনও পর্যন্ত ৭৮ হাজারেরও বেশি ফলোয়ার্স ছাড়িয়েছে। লাইকও করা হয়েছে ৭৮ হাজারেরও বেশি।

আরও পড়ুন, সৌরভকেই জননেতা হিসেবে চায় বাংলা, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে সমীক্ষায় দাবি 

 

 

এদিকে এই ঘটনা মহারাজের পরিবারের কাছে পৌছতেই খুবই ডোনা। এর পরেই লালবাজারে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই অবধি বহাল তবিয়তে রাজ করতে ওই ভুয়ো প্রফাইলটি। তাই পুলিশের ভূমিকায় খুব একটা সন্তুস্ট নয়। আপত্তিকর পোস্টে রীতিমত বিরক্ত ডোনা। গতকাল সরস্বতি পুজোয় নিজের নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল দেখে অবাক হন মহারাজ পত্নি। 

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?