মরশুমের মাঝপথে কোচ ছাঁটাই করলো এফ সি গোয়া। হেড কোচ সার্জিও লোবেরাকে রিলিজ দিলো তারা। লোবেরার জায়গায় এফ সি গোয়ার ইউথ দলের কোচ ডেরেক পেরেরা কে এইবার মূল দলের দ্বায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর পাওয়া গেছে। আচমকা এমন সিদ্বান্তে হতবাক এফ সি গোয়ার ভক্তরা।
চলতি মরশুমে সেরা ছন্দে রয়েছে এফ সি গোয়া। ১৫ টি ম্যাচ খেলে তার মধ্যে ৯ টি তেই জয়লাভ করেছে এফ সি গোয়া। ১৫ টি ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৩০ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু। ১ টি ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এটিকে। এইরকম পারফরম্যান্স করা সত্ত্বেও কেন কোচ কে ছাঁটাই করা হলো সে নিয়ে প্রশ্ন উঠছে ফুটবলমহলে। বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে কোচের চুক্তি পুনর্নবীকরণে সময় কোচের সাথে মতবিরোধ ঘটে এফ সি গোয়া টিম ম্যানেজমেন্টের। তার জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে। যদিও এই সিদ্ধান্তকে অনেকে একটু বাড়াবাড়ি বলে মনে করছেন। অনেকে আরো মনে করেছেন কোচ ছাঁটাইয়ের প্রভাব পড়তে পারে এফ সি গোয়ার ফুটবলার দের খেলায়। এতোদিন এক কোচের স্টাইলে খেলে এখন সম্পূর্ণ নতুন কোনো কোচের স্টাইলের সাথে মানিয়ে নেওয়া আদেও সম্ভব কিনা সেই নিয়েও প্রশ্ন থাকছে। কোচের সাথে সাথে সহকারী কোচ এবং অন্যান্য অনেক কোচিং স্টাফও দায়িত্ব ছেড়েছেন। খবর পাওয়া গেছে যে এফ সি গোয়া যুবদলের কোচ ডেরেক পেরেরা কে মূল দলের ম্যানেজারের পদে বসানোর প্ল্যান করছে এফ সি গোয়া ম্যানেজমেন্ট। এখনও তিনটি গ্রুপ পর্বের ম্যাচ খেলা বাকি এফ সি গোয়ার। তারপর শুরু হবে নক-আউট স্টেজ। নতুন কোচের প্রশিক্ষণে খেলোয়াড়রা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারেন কিনা সেদিকে নজর থাকছে।
সার্জিও লোবেরা ২০১৭ থেকে দায়িত্বে ছিলেন এফ সি গোয়ার। তার কোচিংয়ে দল সুপার কাপও জিতেছে। তারপরেও এইভাবে তাকে ছাঁটাইয়ের ঘটনাটি মেনে নিতে কষ্ট হচ্ছে ক্লাবের অনেক অনুরাগীদের।