Lamine Yamal: নতুন করে ৬ বছরের চুক্তি, ২০৩১ পর্যন্ত বার্সেলোনায় ল্যামিন ইয়ামাল

Published : May 28, 2025, 02:58 PM ISTUpdated : May 28, 2025, 03:01 PM IST
Lamine Yamal: নতুন করে ৬ বছরের চুক্তি, ২০৩১ পর্যন্ত বার্সেলোনায় ল্যামিন ইয়ামাল

সংক্ষিপ্ত

Young Star Lamine Yamal: বিশ্ব ফুটবলের নতুন তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বার্সেলোনার ল্যামিন ইয়ামাল। তিনি ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও নিজেকে মেলে ধরছেন। ভবিষ্যতে আরও সাফল্য পাওয়ার লক্ষ্যে এই কিশোর।

Lamine Yamal Barcelona: এফসি বার্সেলোনা (FC Barcelona) আনুষ্ঠানিকভাবে তাদের উজ্জ্বলতম কিশোর তারকা ল্যামিন ইয়ামালের (Lamine Yamal ) দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ সুরক্ষিত করেছে। ১৭ বছর বয়সি এই প্রতিভাবান খেলোয়াড়ের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছে বার্সা। এই চুক্তি অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত ক্যাম্প ন্যু-তেই (Camp Nou) থাকছেন ইয়ামাল। বার্সেলোনার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা (Joan Laporta) ও স্পোর্টিং ডিরেক্টর ডেকো (Deco) ইয়ামালের সঙ্গে এই চুক্তির কথা ঘোষণা করেছেন। কোনও ক্লাবই তরুণ প্রতিভা হাতছাড়া করতে চায় না। ইয়ামালের ক্ষেত্রেও ঠিক সেটাই করছে বার্সেলোনা ম্যানেজমেন্ট। এই চুক্তির বিরাট তাৎপর্য রয়েছে। হ্যান্সি ফ্লিকের সিস্টেমে ইয়ামাল ইতিমধ্যেই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। তার বয়স কম হওয়া সত্ত্বেও বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছেন। এই কারণেই তাঁকে দীর্ঘদিনের জন্য ধরে রাখল ক্লাব।

চুক্তিতে ব্যালন ডি'অর ক্লজ

মুন্ডো দেপোর্তিভোর এক প্রতিবেদন অনুসারে, নতুন চুক্তিতে একটি বিশেষ ব্যালন ডি'অর (Ballon d'Or) ক্লজ অন্তর্ভুক্ত রয়েছে। এই বিশেষ ক্লজ অনুযায়ী, ইয়ামাল ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মান জিতলে তাঁকে আর্থিক বোনাস প্রদান করা হবে। এই ক্লজটি ক্লাবে থাকাকালীন লিওনেল মেসির (Lionel Messi) একই রকম একটি ক্লজের প্রতিফলন ঘটায়। বার্সেলোনার প্রাক্তন কিংবদন্তির ক্ষেত্রে তাঁর থাকা নির্ভর করত ফিফা সেরা পুরস্কার জেতার উপর। তবে এটা বলাই যায় যে এই অভিজ্ঞ খেলোয়াড় তাঁর সময়ে অসংখ্য রেকর্ড ভেঙেছেন।

১ বিলিয়ন পাউন্ডের মুক্তি ক্লজ বহাল 

বার্সেলোনা তার বর্তমান নীতি অনুসারে তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে ইয়ামালের চুক্তির মুক্তি ক্লজ প্রকাশ করেনি। তবে এটা বোঝা যাচ্ছে যে এই কিশোরের ১০০ কোটি পাউন্ডের মুক্তি ক্লজ রয়েছে। অন্য কোনও ক্লাব যাতে এই কিশোর ফুটবলারের দিকে হাত বাড়াতে না পারে, তা নিশ্চিত করতে চাইছে বার্সা।

নতুন চুক্তিতে সই করে আবেগঘন ইয়ামাল

প্রতিবেদনে তরুণ তারকার একটি স্পর্শকাতর ব্যক্তিগত অনুরোধ তুলে ধরা হয়েছে। ইয়ামাল ক্লাবকে নতুন চুক্তি স্বাক্ষরের ছবিগুলি বিতরণ না করার জন্য অনুরোধ করেছিলেন। কারণ, তাঁর ঠাকুমা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এই ছবিগুলি তাঁর ১৮-তম জন্মদিনের পরে প্রকাশ করা হতে পারে। ২০২৪-২৫ মরসুমে একটি অসাধারণ পারফরম্যান্সের পর বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইয়ামাল। এই কিশোর ভালভাবেই জানেন যে আসন্ন মরসুমে আরও বেশি প্রত্যাশা থাকবে। ক্লাবের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও ভালো পারফরম্যান্স দেখাতে হবে। তিনি প্রত্যাশা পূরণের জন্য তৈরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?