India vs Hong Kong: হংকংয়ের কাছেও হার, দুর্দম গতিতে পিছনের দিকে এগিয়ে চলেছে ভারতীয় ফুটবল

Published : Jun 10, 2025, 09:13 PM ISTUpdated : Jun 10, 2025, 09:19 PM IST
Indian football team

সংক্ষিপ্ত

India vs Hong Kong match: একসময় যে দলগুলি ভারতের চেয়ে পিছিয়েছিল, তারাও এখন বিশ্বকাপের (FIFA World Cup) যোগ্যতা অর্জন করছে আর ক্রমশঃ পিছিয়ে পড়ছে ভারতীয় ফুটবল (Indian Football)। হংকংয়ের মতো দলকেও হারাতে পারছে না ভারত।

AFC Asian Cup 2027 qualifiers India vs Hong Kong: ম্যানুয়েল 'মানোলো' মার্কুয়েজ রোকা (Manuel "Manolo" Márquez Roca)। নামে যতগুলি অক্ষর, এই স্প্যানিশ কোচ দায়িত্ব নেওয়ার পর এখনও ততগুলি ম্যাচ জিততে পারেনি ভারতীয় ফুটবল দল। মঙ্গলবার ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup 2027 qualifiers) যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকংয়ের (Hong Kong) কাছেও হেরে গেল ভারতীয় দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ১২৭। হংকংয়ের অবস্থান ১৫৩। ২৬ ধাপ পিছিয়ে থাকা হংকংয়ের বিরুদ্ধে শেষমুহূর্তে পেনাল্টি থেকে গোল হজম করে ০-১ হেরে গেল ভারত। গোলকিপার বিশাল কাইথের (Vishal Kaith) ভুলে পেনাল্টি পায় হংকং। বক্সের মধ্যে একটি বল বিপদমুক্ত করতে গিয়ে উদেবুলুজরকে (Udebuluzor) আঘাত করে বসেন। রেফারি সটান পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে স্টিফেন পেরেইরার (Stepan Pereira) পুশ পোস্টে লেগে জালে জড়িয়ে যায়। এই গোলেই হেরে গেল ভারত।

কবে উন্নতি করবে ভারত?

হংকংয়ের মতো দলের বিরুদ্ধে ভারত জয় পাবে, এমনই আশায় ছিলেন ফুটবলপ্রেমীরা। ম্যাচের শুরু থেকে ভারতেরই দাপট ছিল। একাধিক সুযোগও আসে। ৩৯ মিনিটে ম্যাচের সহজতম সুযোগ নষ্ট করেন আশিক কুরুনিয়ান (Ashique Kuruniyan)। বক্সের মধ্যে ফাঁকায় থাকা আশিককে বল বাড়ান লিস্টন কোলাসো (Liston Colaco)। তখন আশিকের সামনে অসহায় অবস্থায় হংকংয়ের গোলকিপার। ডান পায়ে শট নিলে সহজেই জালে বল জড়িয়ে যেত। কিন্তু বাঁ পায়ে শট নিয়ে সুযোগ নষ্ট করলেন আশিক। এরকম সুযোগ নষ্ট করলে কোনও দলের পক্ষেই জয় পাওয়া কঠিন। ভারতীয় দল হয়তো ড্র করতে পারত। কিন্তু বিশালের ভুলে সেটাও হল না।

গ্রুপে সবার শেষে ভারত

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে এখন গ্রুপ সি-তে ২ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে সবার শেষে ভারত। বাংলাদেশও এখন ভারতের চেয়ে এগিয়ে। এতেও যদি লজ্জা না লাগে, তাহলে কোনওদিনই ঘুরে দাঁড়াতে পারবে না ভারতীয় ফুটবল দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?
Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির