Mohun Bagan election: আসন্ন মোহনবাগান ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে সোমবার, সচিব পদে মনোনয়ন জমা দিলেন সৃঞ্জয় বোস। তারপর ক্লাব তাঁবুতে দেবাশিস দত্তের সঙ্গে যৌথভাবে সাংবাদিক সম্মেলন করলেন তিনি।
সৃঞ্জয় বোস জানালেন, মোহনবাগানের উন্নতির স্বার্থেই তারা দুই পক্ষ এক হচ্ছেন এবং যে কমিটি তৈরি হবে, তা মোহনবাগানের সেরা একাদশ হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। উল্লেখ্য, মোহনবাগান নির্বাচনকে কেন্দ্র করে সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত আলাদা আলাদাভাবে প্রচার চালাচ্ছিলেন। তবে সোমবার বিকেলে, নির্বাচনের জন্য সৃঞ্জয় বোস মনোনয়ন পেশ করলেও দেবাশিস দত্ত কিন্তু করেননি।
ফলে, সৃঞ্জয় বোসের সচিব হওয়া কার্যত নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে সভাপতি হওয়ার দৌড়ে আছেন দেবাশিস দত্ত। তবে এদিন দুজনেই সেই বিষয়ে কিছুই স্পষ্ট করে বলেননি। উল্টে এখনও যে নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়নি, সেটাই আবার মনে করিয়ে দেন দুজন।
সৃঞ্জয় বোসের কথায়, “আমরা নির্বাচন প্রক্রিয়ায় গেছিলাম। সব জায়গায় গণতন্ত্র থাকা উচিত। আসলে মর্থকদের সঙ্গে জনসংযোগটাই হল আসল কথা। দুই পক্ষই সদস্য-সমর্থকদের কাছে গেছি এবং তাদের কথা শুনেছি। আমরা মোহনবাগানের সেরা একাদশ হয়ে সমর্থকদের চাহিদা পূরণ করতে পারব। এই দুটি কমিটি আগেও একসঙ্গে কাজ করেছে। তাই এটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য হবে মোহনবাগান ক্লাবের ভালো করা। সেইজন্য আমরা একত্রিত হয়েছি এবং আমাদের নতুন যে কমিটি তৈরি হবে, তা শ্রেষ্ঠ মোহনবাগান একাদশই হবে।”
অপরদিকে, দেবাশিস দত্ত জানান, "আমরা সেরা কর্মকর্তাদের নিয়ে একটা সেরা দল তৈরি করব। যা আগামী সময়ে সাফল্য এনে দেবে। আমরা মোহনবাগানকে আন্তর্জাতিক সাফল্য এনে দেব এবং আমরা যেভাবে সমর্থকদের সমস্ত সমস্যা এবং অভিযোগ জেনেছি, সেটা মাথায় রেখেই কাজ করে যাব।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।