প্রতিপক্ষ ইতিমধ্যেই চূড়ান্ত। আসন্ন মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ প্রিলিমিনারি রাউন্ডের (AFC Champions League Preliminary Round) প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে অল্টিন অসির ফুটবল ক্লাবের (Altyn Asyr FC)।
প্রতিপক্ষ ইতিমধ্যেই চূড়ান্ত। আসন্ন মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ প্রিলিমিনারি রাউন্ডের (AFC Champions League Preliminary Round) প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে অল্টিন অসির ফুটবল ক্লাবের (Altyn Asyr FC)।
তুর্কেমেনিস্তানের (Turkmenistan) ফুটবল ক্লাব অল্টিন অসির এফসির বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ (AFC Champions League) প্রিলিমিনারি রাউন্ডের প্রথম ম্যাচে খেলতে নামবে লাল হলুদ ব্রিগেড (Red & Yellow Brigade)। প্রসঙ্গত, ৯ বছর পর আবার কোনও এএফসি (AFC) পরিচালিত প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)।
কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup) জয়ের পরেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দরজা খুলে যায় লাল হলুদের সামনে। কিন্তু মূলপর্বে যাওয়ার আগে তাদের খেলতে হবে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। সেই ম্যাচেই তারা মুখোমুখি হবে তুর্কেমেনিস্তান দেশের ফুটবল ক্লাব অল্টিন অসির এফসির।
উল্লেখ্য, ইতিমধ্যেই আগামী মরশুমের অন্য দল গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal Club)। এমনকি দলবদলের বাজারে বাজেটের ঘাটতি মেটাতে কোমর বেঁধে নেমে পড়েছেন লাল হলুদ কর্তারাও। গত মরশুমে আইএসএল-এর (ISL) সেরা গোলদাতা দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে (Dimitrios Diamantakos) সই করিয়েছে তারা। সেইসঙ্গে, ইস্টবেঙ্গল চুক্তি বাড়িয়ে নিয়েছে মাঝমাঠের খেলোয়াড় সল ক্রেসপোর সঙ্গেও (Saul Crespo)। ধীরে ধীরে দলের শক্তি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে লাল হলুদ ব্রিগেডের।
শুধু তাই নয়, গত মরশুমে মহামেডানের হয়ে ডুরান্ড কাপ(Durand Cup), আই লিগ (I-League) এবং কলকাতা লিগে (Calcutta Football League) দুরন্ত ফুটবল খেলা ডেভিডকেও (David) সই করিয়েছে তারা। সবমিলিয়ে, আগামী মরশুমে আক্রমণভাগে ঝড় তুলতে রীতিমতো শক্তিশালী স্কোয়াড গড়ছে ইস্টবেঙ্গল।
আর এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ প্রিলিমিনারি রাউন্ডের প্রথম ম্যাচের প্রতিপক্ষও পেয়ে গেল তারা। অন্যদিকে, তুর্কেমেনিস্তানের এই ফুটবল দলটি কিন্তু বেশ শক্তিশালী। গত ২০১৮ সালে এএফসি কাপে রানার্স হয় এই ক্লাবটি। এছাড়াও ইওকারি লিগে (Yokary Liga) মোট ৮বার চ্যাম্পিয়ন হয়েছে অল্টিন অসির এফসি (Altyn Asyr FC)।
সেইসঙ্গে, তারা তুর্কেমেনিস্তান সুপার কাপ (Turkmenistan Super Cup) জিতেছে ৮ বার এবং ৫ বার জয়ী হয়েছে তুর্কেমেনিস্তান কাপে (Turkmenistan Cup)। তাছাড়া অল্টিন অসির এফসির ঝুলিতে আছে ২টি তুর্কেমেনিস্তান প্রেসিডেন্ট কাপও (Turkmenistan President Cup)।
সুতরাং, বোঝাই যাচ্ছে যে, এইরকম একটি শক্তিশালী দলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই দিতে তৈরি হচ্ছে ভারতের অন্যতম ফুটবল ক্লাব ইস্টবেঙ্গলও।
আগামী ১৪ অগাস্ট বুধবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) মুখোমুখি হবে দুই দল। ম্যাচের সময় এখনও ঠিক হয়নি, জানা যাবে কয়েকদিনের মধ্যেই।
আরও পড়ুনঃ
আক্রমণে ঝড় তুলতে তিনি চলে এলেন লাল হলুদে, ময়দান কাঁপাবে ইস্টবেঙ্গল?
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।