
East Bengal FC: মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC Women's Champions League) গ্রুপবিন্যাস হয়ে গেল। গ্রুব বি-তে জায়গা পেল ইস্টবেঙ্গল। এই গ্রুপে লড়াই অত্যন্ত কঠিন। কারণ, ইস্টবেঙ্গলের সঙ্গে গ্রুপ বি-তে আছে গতবারের চ্যাম্পিয়ন চিনের (China) ক্লাব উহান জিয়াংদা (Wuhan Jiangda Women’s FC), উজবেকিস্তানের (Uzbekistan) ক্লাব পিএফসি নাসাফ (PFC Nasaf) এবং ইরানের (Iran) ক্লাব বাম খাতুন (Bam Khatoon)। গ্রুপ পর্বের ম্যাচগুলি হবে চিনে। ১৭ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে গ্রুপের লড়াই। সব দল একে অপরের বিরুদ্ধে একবার করে খেলবে। প্রতি গ্রুপ থেকে দু'টি করে দল নক-আউটের যোগ্যতা অর্জন করবে। এছাড়া সব গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে থাকা সেরা দু'টি দল নক-আউটের যোগ্যতা অর্জন করবে। ফলে ইস্টবেঙ্গলের মেয়েদের নক-আউটের যোগ্যতা অর্জনের আশা আছে।
এএফসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালেও সিঙ্গল লেগ হবে। কোয়ার্টার-ফাইনালের যোগ্যতা অর্জনকারী দলগুলির মধ্যে কারা একে অপরের বিরুদ্ধে খেলবে, তা ড্রয়ের মাধ্যমে ঠিক হবে। কোয়ার্টার-ফাইনাল ম্যাচগুলি হবে আগামী বছরের মার্চে।
যোগ্যতা অর্জন পর্বে ভালো পারফরম্যান্স দেখিয়ে মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে কাম্বোডিয়ার (Cambodia) নম পেন ক্রাউন এফসি-র (Phnom Penh Crown FC) বিরুদ্ধে ১-০ জেতার পর দ্বিতীয় ম্যাচে হংকংয়ের (Hong Kong) কিচি এসসি-র (Kitchee SC) ১-১ ড্র করেন রেস্টি নানজিরি (Resty Nanziri), সৌম্যা গুগুলথ (Soumya Guguloth), সঙ্গীতা বাসফোররা (Sangita Basfore)। অ্যান্টনি অ্যান্ড্রুজের (Anthony Andrews) কোচিংয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ইস্টবেঙ্গলের মহিলা দল। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্স দেখিয়ে নক-আউটের যোগ্যতা অর্জন করাই লাল-হলুদের মহিলা ব্রিগেডের লক্ষ্য। ইস্টবেঙ্গল সমর্থকদের আশা, মহিলা ফুটবলাররা ধারাবাহিকভাবে যে পারফরম্যান্স দেখিয়ে আসছেন, তা এবার গ্রুপ পর্বেও বজায় থাকবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।