Jay Gupta: এফসি গোয়ার (FC Goa) হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এবার ইস্টবেঙ্গলের (East Bengal FC) হয়েও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি জয় গুপ্তা। এই ডিফেন্ডারকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে লাল-হলুদ শিবির।
KNOW
Jay Gupta Joined East Bengal FC: ডুরান্ড কাপ (Durand Cup 2025) চলাকালীন এফসি গোয়া (FC Goa) ছেড়ে কলকাতায় এসে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দেন ২৩ বছর বয়সি ডিফেন্ডার জয় গুপ্তা। কিন্তু এতদিন সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করা হয়নি। মঙ্গলবার জয় গুপ্তার সঙ্গে চার বছরের চুক্তির কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল। একইসঙ্গে জানানো হয়েছে, এফসি গোয়া থেকে জয়কে দলে নেওয়ার জন্য ট্রান্সফার ফি দেওয়া হয়েছে। যদিও ট্রান্সফার ফি হিসেবে কত টাকা দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। গত মাসে এফসি গোয়া যখন সরকারিভাবে জয়কে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিল, তখন জানিয়েছিল, রেকর্ড ট্রান্সফার ফি পেয়েছে। ভারতীয় ফুটবল মহলে খবর, জয়ের জন্য কোটি টাকারও বেশি ট্রান্সফার ফি দিয়েছে ইস্টবেঙ্গল। যদিও প্রকাশ্যে দুই দলই টাকার অঙ্ক জানায়নি।
কোন পজিশনে খেলবেন জয়?
জয় সাধারণত লেফট ব্যাক হিসেবে খেলেন। তবে তিনি সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবেও খেলতে পারেন। ফলে প্রয়োজন হলে আনোয়ার আলির (Anwar Ali) সঙ্গে জয়কে খেলিয়ে দিতে পারেন লাল-হলুদের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। এই ডিফেন্ডারকে দলে পেয়ে তিনি বলেছেন, ‘জয় গুপ্তা প্রতিভাবান লেফট ব্যাক। ও এগিয়ে যেতে পারে এবং আক্রমণে সাহায্য করতে পারে। একইসঙ্গে ওর রক্ষণ সামলানোর ক্ষমতাও আছে। ফলে ও দলের মূল্যবান সম্পদ। এফসি ও ভারতের জাতীয় দলের হয়ে ওর ভালো পারফরম্যান্স খেলোয়াড় হিসেবে ওর দক্ষতা বুঝিয়ে দিচ্ছে।’
কলকাতায় জাতীয় দলের হয়ে অভিষেক জয়ের
সরকারিভাবে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর জয় বলেছেন, ‘ইস্টবেঙ্গলের মতো বিশাল প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমার দক্ষতার প্রতি আস্থা রাখার জন্য কোচ অস্কার ও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের প্রতি আমি কৃতজ্ঞ। গত বছর কলকাতায় জাতীয় দলের হয়ে আমার অভিষেক হয়েছিল। ফলে এই শহরের বড় ক্লাব ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারা আমার কাছে বিশেষ অনুভূতির বিষয়।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


