
East Bengal FC vs Chennaiyin FC: দিনের শুরুটা দেখে সবসময় বোঝা যায় না সারাদিন কেন যাবে। মঙ্গলবার সুপার কাপে (AIFF Super Cup 2025-26) ইস্টবেঙ্গল-চেন্নাইয়িন এফসি ম্যাচেও তেমনই হল। ম্যাচের প্রথম ৩৫ মিনিট দেখে বোঝাই যায়নি সহজ জয় পাবে অস্কার ব্রুজোঁর (Óscar Bruzón) দল। ইস্টবেঙ্গল এই ম্যাচে জয় পাবে কি না, তা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। তবে প্রথমার্ধের শেষ ১০ মিনিটে ম্যাচের রং সম্পূর্ণ বদলে গেল। এই ১০ মিনিটই ম্যাচের ফল গড়ে দিল। প্রথমার্ধেই তিন গোল দিয়ে চলতি সুপার কাপে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। ম্যাচের ফল ৪-০ গ্রুপের শেষ ম্যাচ কলকাতা ডার্বি (Kolkata Derby)। নক-আউটের যোগ্যতা অর্জন করতে হলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে জিততেই হবে। তার আগে বড় ব্যবধানে জয় পেয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল লাল-হলুদ ব্রিগেড।
মঙ্গলবার লাল-হলুদ জার্সিতে প্রথম গোল পেলেন ডিফেন্ডার কেভিন সিবিলে (Kevin Sibille)। তিনি ৩৫ মিনিটে নাওরেম মহেশ সিংয়ের (Mahesh Singh Naorem) ফ্রি-কিক থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন। ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান বিপীন সিং (Bipin Singh Thounaojam)। তিনি মিগুয়েল ফিগুইরার (Miguel Figueira) মাইনাস থেকে অসাধারণ প্লেসিংয়ে দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোল করেন। প্রথমার্ধের সংযুক্ত সময়ে ফের গোল করেন বিপীন। এবার তিনি বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে ডান পায়ের প্লেসিংয়ে বিপক্ষের গোলকিপারকে হার মানান। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে লাল-হলুদ জার্সিতে প্রথম গোল পেলেন জাপানি (Japanese) স্ট্রাইকার হিরোশি ইবুসুকি (Hiroshi Ibusuki)। তিনি পেনাল্টি থেকে গোল করেন। এর আগেই অবশ্য ভারতের মাটিতে প্রথম গোল পেতে পারতেন এই স্ট্রাইকার। কিন্তু তাঁর বাঁ পায়ের শট পোস্টে লেগে ফিরে আসে।
মঙ্গলবার সন্ধেবেলাই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডেম্পো স্পোর্টস ক্লাবের (Dempo Sports Club) মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডের পয়েন্ট নষ্টের আশায় ইস্টবেঙ্গল শিবির। তবে এই ম্যাচে যদি মোহনবাগান সুপার জায়ান্ট জয় পায়, তাহলে শুক্রবার কলকাতা ডার্বি জিততে না পারলে নক-আউটের যোগ্যতা অর্জন করতে পারবে না ইস্টবেঙ্গল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।