'তুমি অত্যন্ত কুৎসিত, মোটেই আমার মতো দেখতে না,' সদৃশকে ব্যঙ্গ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

Published : Mar 08, 2025, 05:35 PM ISTUpdated : Mar 08, 2025, 05:48 PM IST
'তুমি অত্যন্ত কুৎসিত, মোটেই আমার মতো দেখতে না,' সদৃশকে ব্যঙ্গ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

সংক্ষিপ্ত

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সদৃশ একজন ব্যক্তি আছেন। তাঁকে নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ রয়েছে। তবে এই যুবককে কটাক্ষ করলেন রোনাল্ডো।

সৌদি প্রো লিগে আল-শাবাবের বিরুদ্ধে ম্যাচের আগে তাঁর সদৃশ এক ব্যক্তিকে মজার ছলে ব্যঙ্গ করলেন আল-নাসরের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি এই যুবককে 'কুৎসিত' বলেছেন। তাঁর সদৃশ এই যুবকের নাম গোকমেন আকদোগান। তিনি তুরস্কের বাসিন্দা এবং সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি। রোনাল্ডোর চেহারার সঙ্গে মিল থাকায় গোকমেনের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। রোনাল্ডো আল-নাসরে যোগ দেওয়ার পর এই তুর্কি যুবকও সৌদি আরবে থাকা শুরু করেছেন। তিনি ফুটবল সংক্রান্ত নানা ধরনের কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন। আল-নাসরের ম্যাচ থাকলে স্টেডিয়ামে হাজিরও থাকেন। সেরকমই এক ম্যাচে রোনাল্ডোর সঙ্গে দেখা হল তাঁর সদৃশের। তাঁর সঙ্গে মজা করলেন রোনাল্ডো।

সদৃশকে কী বললেন রোনাল্ডো?

শুক্রবার সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আল-শাবারের বিরুদ্ধে ম্যাচের আগে গোকমেনকে রোনাল্ডো বলেন, ‘ভাই, তোমাকে তো আমার মতো দেখাচ্ছে না। তুমি খুবই কুৎসিত।’ রোনাল্ডোর এই মন্তব্য মজার ছলেই নিয়েছেন গোকমেন। তিনি পাল্টা বলেন, 'তুমি সেরা, ভাই। তুমি সেরা।' রোনাল্ডো তাঁকে মজার ছলে একরকম দেখতে নয় বললেও, ফুটবলপ্রেমীরা কিন্তু তা মনে করছেন না। কারণ, রোনাল্ডো ও তাঁর সৃদশের চেহারায় খুব একটা পার্থক্য নেই। রোনাল্ডোর মতোই হেয়ারস্টাইল করেছেন গোকমেন। তিনি পর্তুগালের জার্সি পরে গ্যালারিতে ছিলেন। ম্যাচ শুরু হওয়ার আগে রোনাল্ডোর সঙ্গে তাঁর সদৃশের কথোপকথন গ্যালারির মেজাজ বদলে দেয়।

রোনাল্ডোর সদৃশ কে?

গোকমেন তুরস্কের একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। তার ফলোয়ার সংখ্যা ১৫ লক্ষেরও বেশি এবং ১৫ মিলিয়নেরও বেশি লাইক রয়েছে। গোকমেন তাঁর মজার ভিডিও এবং ফুটবল সম্পর্কিত পোস্টের জন্য পরিচিত, যা রোনালদোর সঙ্গে তাঁর চেহারার মিলের কারণে প্রায়শই দৃষ্টি আকর্ষণ করে। এই যুবকের আদি বাড়ি তুরস্কের আদানায়। বর্তমানে তিনি সৌদি আরবে বসবাস করছেন এবং সেখানে নিজের পরিচিতি বাড়াচ্ছেন। তাঁকে প্রায়শই জার্সি, সানগ্লাস পরে অনুরাগীদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। অনেকেই তাঁকে ভুল করে রোনাল্ডো ভেবে বসেন।

 

 

রোনাল্ডো ভিডিও ভাইরাল

গোকমেনের সঙ্গে রোনাল্ডোর ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং প্রচুর মানুষ নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন অনুরাগী রসিকতা করে বলেন, 'উনি তো ভুল কিছু বলেননি। লোকটা দেখতে তাঁর মতো নয়!' অন্য একজন মন্তব্য করেন, ‘সত্যি বলতে, তাঁকে ক্যান্সেলো এবং সিআর৭-এর মিশ্রণ মনে হচ্ছে।’ অন্য একজন মজা করে বলেন, ‘ভাবুন তো, আপনার আইডল আপনাকে চিনতে পারল…তবে আপনি যেভাবে আশা করেছিলেন তেমনভাবে নয়।’ অপর একজন মজার ছলে বলেছেন, 'এর মানে কি রোনাল্ডো নিজেকেই কুৎসিত বললেন?'

আল-শাবাবের সঙ্গে ড্র আল-নাসরের

আল-শাবাবের বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডো একটি গোল করা সত্ত্বেও তাঁর দল জিততে পারেনি। আল-শাবাবের ফুটবলার মহম্মদ আল-শুয়াইখেরের গোলে ম্যাচ ২-২ ড্র হয়। আল-নাসর বর্তমানে সৌদি প্রো লিগে চতুর্থ স্থানে রয়েছে এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য লড়াই করছে। তবে লিগ টেবলের শীর্ষে থাকা দল আল-ইত্তিহাদের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে আছে আল-নাসর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?