সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ভারতীয় ফুটবলের উন্নতির কথা বলছে। কিন্তু এখনও সুনীল ছেত্রীর বিকল্প হিসেবে কাউকে পাওয়া গেল না।
কয়েক মাস পরেই ৪১ বছর পূর্ণ করবেন। কিন্তু এখনও ভারতীয় ফুটবল দলের প্রধান ভরসা সুনীল ছেত্রী। তাঁর বিকল্প স্ট্রাইকার এখনও পাওয়া যায়নি। এই কারণেই অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেন সুনীল। চলতি মাসেই ফের জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে এই তারকাকে। মালদ্বীপের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে খেলার পর বাংলাদেশের বিরুদ্ধে ২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচেও খেলবেন সুনীল। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশ, হংকং ও সিঙ্গাপুরের সঙ্গে একই গ্রুপে আছে ভারত। ১৯ মার্চ মালদ্বীপের বিরুদ্ধে খেলবে ভারত। তারপর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলবে ভারতীয় দল। সম্প্রতি এই স্টেডিয়ামে আইএসএল-এর ম্যাচ হয়েছে। এবার জাতীয় দলেরও ম্যাচ হবে।
৯ মাস পর জাতীয় দলে সুনীল
গত বছরের জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন সুনীল। তিনি ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েতের বিরুদ্ধে খেলার পরেই জাতীয় দল থেকে সরে যান। সেই ম্যাচে গোলশূন্য ড্র করে ভারতীয় দল। জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৯৪ গোল করেছেন সুনীল। তিনি আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা ফুটবলারদের তালিকায় চতুর্থ স্থানে। ইরানের প্রাক্তন স্ট্রাইকার আলি দাই, আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি এবং পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরেই আছেন সুনীল। চলতি মরসুমে আইএসএল-এ এখনও পর্যন্ত ১২ গোল করেছেন এই তারকা। তিনিই চলতি আইএসএল-এ ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন। চলতি মরসুমে বেঙ্গালুরু এফসি-র হয়ে মোট ২৩ ম্যাচ খেলেছেন সুনীল। এর মধ্যে ১৭ ম্যাচে তিনি প্রথম একাদশে ছিলেন। মোট ১৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ২ গোল করিয়েছেন সুনীল।
ভারতীয় দলে কারা আছেন?
মালদ্বীপ ও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দলে আছেন- অমরিন্দর সিং, গুরমিত সিং, বিশাল কাইথ, আশিস রাই, বরিস সিং থংজম, চিংলেসানা সিং, ভ্যালপুইয়া, মেহতাব সিং, রাহুল ভেকে, রোশন সিং নাওরেম, সন্দেশ ঝিংগান, শুভাশিস বসু, আশিক কুরিনিয়ান, আয়ূষ দেব ছেত্রী, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, জিকসন সিং থংজম, লালেংমাউইয়া, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ সিং, সুরেশ সিং ওয়াংজম, সুনীল ছেত্রী, ফারুক চৌধুরী, ইরফান ইয়ারওয়াড়, লালিয়ানজুয়ালা ছাংতে ও মনবীর সিং।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।