
Indian Football: তিন বছর পর কি ফের ফিফার নিষেধাজ্ঞার (FIFA Ban) মুখে পড়বে ভারত? কল্যাণ চৌবে (Kalyan Chaubey) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) সভাপতি নির্বাচিত হওয়ার আগে ২০২২ সালের ১৬ অগাস্ট নির্বাসিত হয়েছিল ভারত। এবার ফের একইরকম নির্বাসনের মুখে এআইএফএফ। ফিফা (FIFA) ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (Asian Football Confederation) পক্ষ থেকে এআইএফএফ-কে চিঠি দিয়ে জানানো হয়েছে, ৩০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, নতুন সংবিধানের সাহায্য নিয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হলে ফিফার নির্বাসনের মুখে পড়বে ভারতীয় ফুটবল। ফিফা জানিয়েছে, 'সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এখনও সংশোধিত সংবিধান চূড়ান্ত করতে পারেনি এবং রূপায়ণ করতে পারেনি। এ বিষয়ে ফিফা ও এএফসি গভীরভাবে উদ্বিগ্ন। ২০১৭ সালে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সংশোধিত সংবিধানের বিষয়টি উত্থাপিত হয়। তারপর থেকে এখনও বিষয়টি ঝুলে রয়েছে। স্পষ্ট ও স্বচ্ছ প্রশাসনিক কাঠামোর অভাবে ভারতীয় ফুটবলে অসহনীয় শূন্যতা এবং আইনি অনিশ্চয়তা তৈরি হয়েছে।' এই চিঠিতে সই করেছেন ফিফার সদস্য দেশগুলির মুখ্য কর্তা এলখান মামাদভ এবং এএফসি-র সদস্য দেশগুলির ডেপুটি জেনারেল সেক্রেটারি ভাহিদ কারদানি।
সম্প্রতি সংসদে পাশ হয়েছে নতুন ক্রীড়ানীতি। ফলে এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সংবিধান নিয়ে জটিলতা দূর হওয়ার আশা তৈরি হয়েছে। ফিফা নির্দেশ দিয়েছে, এআইএফএফ-এর পরবর্তী সাধারণ সভার বৈঠকে নতুন সংবিধান রূপায়ণ করতে হবে। কেন্দ্রীয় সরকার বা অন্য কোনও পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করবে না ফিফা। এআইএফএফ-কে স্বাধীনভাবে কাজ করতে হবে। এই নির্দেশ না মানলেই নির্বাসিত হবে এআইএফএফ।
এএফসি প্রতিযোগিতায় খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ও এফসি গোয়া (FC Goa)। ইস্টবেঙ্গলের (East Bengal FC) মহিলা দল প্রথমবার এএফসি প্রতিযোগিতায় খেলছে। ভারতীয় ফুটবলের উপর নিষেধাজ্ঞা জারি করা হলে ক্লাবগুলিও সমস্যায় পড়বে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।