
Emi Martinez to leave Aston Villa: পেশাদার কেরিয়ারে পুরো সময়ই ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের (Premier League) মাঝারি মানের দল অ্যাস্টন ভিলার (Aston Villa) হয়ে। এবার কি ইংল্যান্ড ছেড়ে অন্য দেশের ক্লাবে যোগ দিতে চলেছেন আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)? ভিলা পার্কে টটেনহ্যাম হটস্পারের (Tottenham Hotspur) বিরুদ্ধে অ্যাস্টন ভিলার ম্যাচের পর এমিলিয়ানোর আচরণে সেই ইঙ্গিতই পাওয়া গিয়েছে। এই ম্যাচে তাঁর দল ২-০ জয় পায়। ম্যাচ শেষ হওয়ার পর মাঠ ছাড়ার সময় আর্জেন্টিনার এই গোলকিপারের চোখে জল দেখা যায়। ৩২ বছর বয়সি এই গোলকিপারকে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়নি। কিন্তু তিনি যেভাবে সমর্থকদের অভিবাদন জানান, তাতে ইঙ্গিত পাওয়া গিয়েছে, অ্যাস্টন ভিলার ঘরের মাঠে হয়তো শেষ ম্যাচ খেললেন। সৌদি প্রো লিগের (Saudi Pro League) একটি ক্লাব তাঁকে লোভনীয় প্রস্তাব দিয়েছে। ইউরোপের দু'টি ক্লাবও এই গোলকিপারকে দলে নিতে আগ্রহী। ফলে বিশ্বকাপজয়ী গোলকিপারের দলবদল কার্যত নিশ্চিত।
২০২০ সালে অ্যাস্টন ভিলায় যোগ দেন এমিলিয়ানো। আগামী মাসে এই ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি শেষ হচ্ছে। অ্যাস্টন ভিলার সঙ্গে তাঁর নতুন করে কোনও চুক্তি হয়নি। এই কারণেই দলবদল নিয়ে জল্পনা বাড়ছে। আগামী বছর বিশ্বকাপে খেলবেন এমিলিয়ানো। তার আগে তিনি অন্য কোনও দলের হয়ে খেলে নিজেকে আরও শানিত করে তুলতে চাইছেন। এই কারণে সৌদি প্রো লিগের ক্লাবের আর্থিক প্রস্তাব লোভনীয় হলেও, ইউরোপেরই কোনও ক্লাবে যোগ দিতে পারেন এমিলিয়ানো। তাঁকে দলে ধরে রাখার বিষয়ে অ্যাস্টন ভিলা ম্যানেজমেন্ট চেষ্টা করবে কি না, সে বিষয়ে কিছু বলতে পারেননি প্রধান কোচ উনাই ইমারি (Unai Emery)। তিনি বলেছেন, ‘দেখা যাক কী হয়। চলতি মরসুমে এখানে শেষ ম্যাচ ছিল। এরপর কী হবে আমি জানি না। দল কেমন হবে, কোন খেলোয়াড়রা দলে থাকবে তা আমাদের দেখতে হবে।’ অ্যাস্টন ভিলার প্রধান কোচের কথাতেই স্পষ্ট, দল ছাড়ছেন এমিলিয়ানো।
বিশ্বকাপ জেতার পর ২০২৩ সালে কলকাতায় এসেছিলেন এমিলিয়ানো। এবার কেরলে লিওনেল মেসি-সহ (Lionel Messi) আর্জেন্টিনা দলের আসার কথা। স্পনসরশিপ নিয়ে সমস্যা হচ্ছে। এই সমস্যা মিটে গেলে ফের ভারতে আসতে পারেন এমি মার্টিনেজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।