জুনে কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ!

বিশ্ব ফুটবলের অনেক বড় তারকাই কল্লোলিনী তিলোত্তমায় পা রেখেছেন। পেলে, দিয়েগো মারাদোনা, লিওনেল মেসিকে সামনে থেকে দেখার সুযোগ পেয়েছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। এবার এই শহরে আসছেন আরও এক তারকা।

কয়েক মাস আগেই কলকাতায় এসেছিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। এবার এই শহরে আসছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সবকিছু ঠিকঠাক থাকলে কাতার বিশ্বকাপের সেরা গোলকিপারকে জুনে কলকাতায় দেখা যাবে। কাফুকে আনার ক্ষেত্রে যাঁর সবচেয়ে বেশি উদ্যোগ ছিল সেই শতদ্রু দত্তই এবার আর্জেন্টিনার গোলকিপারকে কলকাতায় আনার চেষ্টা করছেন। তিনি এখন স্পেনের বার্সেলোনায় আছেন। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট করেছেন শতদ্রু। তিনি গোল্ডেন গ্লাভের ছবি পোস্ট করেছেন। এই পোস্টেই পরিষ্কার, এমিলিয়ানোকে কলকাতায় আনার চেষ্টা করা হচ্ছে। এই তারকা ফুটবলার কলকাতায় আসার পর কোথায় যাবেন, কী করবেন, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শতদ্রু। সৌরভ ফুটবলের অনুরাগী। কাতারে বিশ্বকাপ দেখতেও গিয়েছিলেন সৌরভ। তিনি লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেদের খেলায় মুগ্ধ হন। সে কথা জানিয়েছেন মহারাজ। এবার মেসির সতীর্থ কলকাতায় এলে তাঁর সঙ্গে সৌরভের দেখা হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা হতে পারে এমিলিয়ানোর।

কিছুদিন আগে শোনা যাচ্ছিল আর্জেন্টিনা দল বাংলাদেশে যাবে। কিন্তু তারপর আর সে ব্যাপারে কিছু জানা যায়নি। জুনে ক্লাবের মরসুম শেষ হয়ে যাবে। জাতীয় দলের খেলা না থাকলে এমিলিয়ানো ফাঁকা থাকবেন। সেই কারণেই তাঁর কলকাতা সফরের জন্য এই সময়টাকে বেছে নেওয়া হচ্ছে। এই তারকা ফুটবলারকে যেমন কাছ থেকে দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা, তেমনই আর্জেন্টিনার গোলকিপারও বাংলার ফুটবলপ্রেমীদের আবেগ-ভালোবাসা প্রত্যক্ষ করতে পারবেন। 

Latest Videos

প্রতিবারই বিশ্বকাপ বা কোপা আমেরিকার সময় আর্জেন্টিনার জন্য রাত জাগেন বাংলার ফুটবলপ্রেমীরা। দিয়েগো মারাদোনা, লিওনেল মেসিরা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পা রেখেছেন। তাঁরা এই শহরের আবেগে ভেসে গিয়েছেন। জিকো, গার্ড মুলার, পল ব্রাইটনার, অলিভার কানের মতো তারকারাও কলকাতায় এসেছেন। এবার আরও এক তারকা আসছেন। 

কাতার বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখান। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে তাঁর বড় অবদান ছিল। বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচানোর পাশাপাশি টাইব্রেকারেও দুর্দান্ত পারফরম্যান্স দেখান এমিলিয়ানো। তবে তিনি বিতর্কেও জড়ান। বিশ্বকাপে সেরা গোলকিপার হিসেবে গোল্ডেন গ্লাভ পুরস্কার পাওয়ার পর অশালীন আচরণ করেন এমিলিয়ানো। তিনি এমবাপেকে ব্যঙ্গও করেন। যদিও কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে এই গোলকিপার জানিয়েছেন, এমবাপের প্রতি তাঁর শ্রদ্ধা আছে। ফরাসিদেরও তিনি পছন্দ করেন।

আরও পড়ুন-

মেসি অবসর নিলে অনেক ব্যালন ডি'অর জিতবেন এমবাপে, বললেন এমিলিয়ানো মার্টিনেজ

পিএসজি ছাড়া প্রায় নিশ্চিত, ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন লিওনেল মেসি

পেনাল্টি বাঁচানোর পরেই অঘটন, মাঠেই মৃত্যু বেলজিয়ান ক্লাবের গোলকিপারের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia