পিএসজি ছাড়া প্রায় নিশ্চিত, ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন লিওনেল মেসি

Published : Feb 16, 2023, 06:02 PM IST
Messi

সংক্ষিপ্ত

পরিবারের চাপই হোক বা আর্থিক জটিলতা, সম্ভবত প্যারিস সাঁ জা ছেড়ে পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরছেন না লিওনেল মেসি। তিনি এবার অন্য ক্লাবে যোগ দিতে পারেন। যেখানে খোলা মনে খেলতে পারবেন এবং আর্থিক সমস্যাও থাকবে না।

আর মাত্র ৪ মাস, তারপরেই হয়তো প্যারিস ছাড়ছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তাঁর সম্ভাব্য গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন মেসি। সেই সম্ভাবনা জোরালো হচ্ছে। কয়েকদিন আগেও শোনা যাচ্ছিল পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন মেসি। কিন্তু এখন প্রবল আর্থিক সমস্যায় আছে বার্সা। পুরনো ক্লাবে ফিরতে হলে মেসিকে অনেক কম অর্থে খেলতে হবে। কেরিয়ারের শেষদিকে এসে এই আর্থিক ক্ষতি করতে রাজি নন মেসি। তাছাড়া বাবা জর্জ ও ভাই ম্যাতিয়াসের সঙ্গে বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার সঙ্গে একেবারেই ভালো নয়। এটাও মেসির পুরনো ক্লাবে ফেরার পথে বড় বাধা। অন্যদিকে, মায়ামিতে যাওয়ার পথে কোনও বাধা নেই। ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যামের সঙ্গে মেসির সম্পর্ক খুবই ভালো। কিছুদিন আগেই মেসির প্রশংসা করেছেন বেকহ্যাম। এরপরেই তাঁর ক্লাবে মেসির যোগ দেওয়ার জল্পনা শুরু হয়। শেষপর্যন্ত হয়তো সেটাই হতে চলেছে। পিএসজি কর্তারা অবশ্য এখনও মেসিকে ধরে রাখার চেষ্টা করছেন। কিন্তু সেই চেষ্টা সফল হবে না বলেই মনে হচ্ছে।

ফ্রান্সের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার মেসির বাবা জর্জের সঙ্গে পিএসজি কর্তাদের বৈঠক হয়। কিন্তু পিএসজি-র পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হচ্ছে, তাতে সম্মতি জানানি মেসি। তাঁর পরিবারের মায়ামিতে যেতে কোনও আপত্তিই নেই। সেখানে মেসির বাড়ি আছে। ছুটি পেলেই তিনি পরিবারের সঙ্গে মায়ামিতে যান। ফলে এই শহর তাঁদের কাছে অপরিচিত নয়। আগামী মরসুমে মেসিকে এই শহরে দেখা যেতেই পারে।

ইন্টার মায়ামির কোচ ইংল্যান্ডের জাতীয় দলে বেকহ্যামের প্রাক্তন সতীর্থ ফিল নেভিল। তিনি মেসিকে দলে নিতে আগ্রহী। নেভিল বলেছেন, 'আমরা এই ক্লাবে বিশ্বের সেরা ফুটবলারদের নিয়ে আসতে চাই। মেসি সম্ভবত বিশ্বের সেরা ফুটবলার। সেই কারণে আমরা ওকে দলে নিতে আগ্রহী। ওর প্রতি আমাদের মনোভাব বদলায়নি।'

মেজর লিগ সকারে ফুটবলারদের বেতনের ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ফলে পিএসজি-তে যে বেতন পাচ্ছেন, মায়ামিতে সেই বেতন পাবেন না মেসি। তবে তিনি মেজর লিগ সকারের ইতিহাসে সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হতে পারেন। বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট বাবদও বিপুল অর্থ রোজগারের সুযোগ পাবেন তিনি। এসব কারণেই ইন্টার মায়ামিতে যোগ দিতে আগ্রহী মেসি।

আরও পড়ুন-

পেনাল্টি বাঁচানোর পরেই অঘটন, মাঠেই মৃত্যু বেলজিয়ান ক্লাবের গোলকিপারের

মেসি অবসর নিলে অনেক ব্যালন ডি'অর জিতবেন এমবাপে, বললেন এমিলিয়ানো মার্টিনেজ

বার্সা প্রেসিডেন্টকে নিয়ে ভাইয়ের বিতর্কিত মন্তব্যের সঙ্গে একমত নন, বার্তা মেসির

PREV
click me!

Recommended Stories

Indian Super League: আইএসএল সম্প্রচারের টেন্ডার প্রকাশ করল ফেডারেশন, কী কী শর্ত রয়েছে?
Messi Statue: লেকটাউনে মেসি-মারাদোনার মূর্তি কোন জমিতে? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের