পেনাল্টি বাঁচানোর পরেই অঘটন, মাঠেই মৃত্যু বেলজিয়ান ক্লাবের গোলকিপারের

ফুটবল মাঠে ফের মৃত্যু। এবার বেলজিয়ামের একটি রাজ্য লিগের ম্যাচে এই ঘটনা ঘটেছে। এই ফুটবলারের মৃত্যুতে ক্রীড়ামহলে শোকের ছায়া। ২৫ বছর বয়সি এই ফুটবলারের পরিবারকে সান্ত্বনা জানাচ্ছেন সবাই।

Web Desk - ANB | Published : Feb 15, 2023 5:54 AM IST / Updated: Feb 15 2023, 12:09 PM IST

ফের ফুটবল মাঠে মৃত্যু। এবার মৃত্যু হল বেলজিয়ামের এক ফুটবলারের। ওয়েস্ট ব্র্যাবান্টের সেকেন্ড প্রভিশনাল ডিভিশনের ম্যাচে উইঙ্কল স্পোর্ট বি দলের গোলকিপার আর্নি এসপিলের জীবনের গতি থেমে গেল। ওয়েস্ট্রোজেবেকের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে। ২-১ গোলে এগিয়েছিল উইঙ্কল স্পোর্ট বি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় ওয়েস্ট্রোজেবেকে। সেই পেনাল্টি সেভ করে দেন এসপিল। কিন্তু তারপরেই তিনি মাঠে লুটিয়ে পড়েন। চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা মাঠে ছুটে যান। এই ফুটবলারের প্রাণ রক্ষা করার জন্য সবরকমভাবে চেষ্টা করা হয়। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। এসপিলকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হৃদরোগ না অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হল, সেটা এখনও জানা যায়নি। উইঙ্কল স্পোর্ট বি দলের স্পোর্টিং ডিরেক্টর প্যাট্রিক রটসার্ট বলেছেন, ‘এই ঘটনা অত্যন্ত শোকাবহ। আমরা সবাই এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছি। আর্নি সারাজীবন এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিল। ওকে সবাই ভালোবাসত। ও খুব ভালো ছেলে ছিল। ও সবসময় হাসিখুশি থাকত এবং অন্যদের সবসময় সাহায্য করত। ওর মৃত্যু আমাদের কাছে বড় আঘাত। ওর পরিবার যেমন সবচয়ে বেশি আঘাত পেয়েছে, তেমনই ক্লাবও আঘাত পেয়েছে।’

বেলজিয়ামের ওয়েস্ট ফ্ল্যান্ডার্স প্রভিন্সে সিন্ট-ইলুইস-উইঙ্কলে নিজেদের ক্লাবের মাঠেই ওয়েস্ট্রোজেবেকের বিরুদ্ধে ম্যাচ ছিল উইঙ্কল স্পোর্ট বি-র। এই ম্যাচ চলাকালীন ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মাঠে যেখানে এসপিল লুটিয়ে পড়েছিলেন, সেখানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের সদস্য ও বন্ধুরা। এসপিলের সতীর্থরাও তাঁর প্রতি শ্রদ্ধা জানান।

Latest Videos

ম্যাচের সেই ঘটনা প্রসঙ্গে উইঙ্কল স্পোর্ট বি-র সহকারী কোচ স্টেফান ডেবেরশিন বলেছেন, ‘আমাদের গোলকিপার পেনাল্টি বাঁচিয়ে দেওয়ার পর তখনও খেলা চলছিল। ও দ্রুত উঠে দাঁড়িয়ে বল ধরে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই ও মাটিতে পড়ে যায়। এই দৃশ্য দেখা আমার পক্ষে অত্যন্ত বেদনাদায়ক ছিল। এই ঘটনার পর আমাদের দলের সব ফুটবলারই একসঙ্গে মিলে প্রার্থনা করতে থাকে। যখন আমরা জানতে পারি যে আমাদের গোলকিপারের মৃত্যু হয়েছে, তখন সবাই শোকে ভেঙে পড়ে। এই ঘটনা এতটাই অবিশ্বাস্য যে কয়েকজন খেলোয়াড় এখনও বুঝতে পারছে না ঠিক কী হয়েছে।’

উইঙ্কল স্পোর্ট বি ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে এসপিলের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন-

ফের গোল কিংসলে কোম্যানের, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে হার পিএসজি-র

মেসি অবসর নিলে অনেক ব্যালন ডি'অর জিতবেন এমবাপে, বললেন এমিলিয়ানো মার্টিনেজ

বার্সা প্রেসিডেন্টকে নিয়ে ভাইয়ের বিতর্কিত মন্তব্যের সঙ্গে একমত নন, বার্তা মেসির

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
জাদু দেখলেন Tamannaah! #bollywood #shorts #shortsyoutube #shortsviral #viralshorts #shortsfeed
Live: মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচার সুকান্তর, দেখুন সরাসরি
সিসিটিভি ক্যামেরা ভেঙে হিন্দুদের উপর আক্রমণ বাংলাদেশের সেনা ও পুলিশের, গর্জে উঠলেন শুভেন্দু
Suvendu Adhikari : 'পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দিলে আমরা জাতীয় সড়ক অবরোধ করব' হুঙ্কার শুভেন্দুর