আর্জেন্টিনার সঙ্গে প্রশংসনীয় লড়াই করল সৌদি আরব। ২-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়েও দিল সৌদি আরব।
সৌদি আরবের চেয়ে ধারে-ভারে অনেক এগিয়ে আর্জেন্টিনা। দু'দলের কোনও তুলনাই হয় না। ম্যাচের শুরু থেকেই সেটা বারবার বোঝা যাচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও আর্জেন্টিনার সঙ্গে প্রশংসনীয় লড়াই করল সৌদি আরব। ২-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়েও দিল এশিয়ার দেশটি। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। বক্সের মধ্যে লিয়ান্দ্রো প্যারেডেজকে টেনে ধরে ফেলে দিয়েছিলেন সৌদি আরবের আল-বুলায়াহি। রেফারি প্রথমে পেনাল্টি দেননি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে পেনাল্টি দেওয়া হয়। ১০ মিনিটের মাথায় সেই পেনাল্টি থেকে গোল করেন মেসি। এরপরেও প্রথমার্ধে একাধিকবার গোল করে ফেলেছিল আর্জেন্টিনা। কিন্তু অফসাইডের জন্য গোল বাতিল হয়ে যায়। ২২ মিনিটের মাথায় গোল করেন মেসি। কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়। এরপর ২৯ মিনিটে গোল করেন লটারো মার্টিনেজ। ভিডিও দেখে সেই গোল বাতিল করে দেন রেফারি। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। চোট পেয়ে প্রথমার্ধের শেষে মাঠ ছাড়েন সৌদি আরবের অধিনায়ক সলমন আল-ফরাজ। তাঁর বদলে মাঠে নামেন নওয়াফ আলাবিদ।