East Bengal Foundation Day : ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে চাঁদের হাট, সুদিন ফেরার আশায় সমর্থকরা
ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪-তম প্রতিষ্ঠা দিবসে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বসেছিল চাঁদের হাট। তরুণ বসু, অরূপ ভট্টাচার্যকে জীবনকৃতী সম্মান দেওয়া হল। ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগ, ক্লাবের প্রতি ভালোবাসা দেখে অভিভূত কোচ কার্লেস কুয়াদ্রাত।
ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪-তম প্রতিষ্ঠা দিবসে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বসেছিল চাঁদের হাট। বর্তমান-প্রাক্তন ফুটবলারদের পাশাপাশি ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সচিব স্বামী সুবীরানন্দ, শিল্পপতি চন্দ্রশেখর ঘোষ, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিৎ বসু, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম। তরুণ বসু, অরূপ ভট্টাচার্যকে জীবনকৃতী সম্মান দেওয়া হল। বাংলাদেশের প্রয়াত প্রাক্তন ফুটবলার মোনেম মুন্নার স্ত্রী, প্রাক্তন ফুটবলার শেখ মহম্মদ আসলামকেও সম্মান জানানো হল। ক্যান্সারে আক্রান্ত সমর্থক সাগ্নিক বন্দ্যোপাধ্যায় ও দৃষ্টিহীন সমর্থক প্রদীপ দাসকেও সম্মান জানানো হল। ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগ, ক্লাবের প্রতি ভালোবাসা দেখে অভিভূত কোচ কার্লেস কুয়াদ্রাত। তিনি আশাবাদী, দল সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবে। সাফল্য পাওয়ার জন্য ফুটবলারদের পারফরম্যান্সের পাশাপাশি সমর্থকদের প্রাণশক্তিও চাইছেন লাল-হলুদ কোচ। তাঁর আশা, সমর্থকরা পাশে থাকলে দল ভালো জায়গায় থাকবে।