Argentina vs Ecuador: মেসি ম্যাজিকে ফের জয় আর্জেন্টিনার, বিশ্বকাপের বাছাই পর্বে ইকুয়েডরকে ১-০ গোলে মাত নীল-সাদা দলের

Published : Sep 08, 2023, 12:34 PM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্বে দেখা গেল মসিকে। দেশের জার্সি গায় ইকুয়েডরের বিরুদ্ধে খেললেন তিনি। প্রত্যাশামতই মাঠে নেমে গোল করলেন ফুটবল জাদুকর।

মাঠে ফের জয় আর্জেন্টিনার। মেসি ম্যাজিকে ফের সাফল্য নীল-সাদা জার্সির। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর অবসরের কথা ঘোষণা করেছিলেন লিওনেল মেসি। তবে শেষে তিনি জানান ২০২৬ সালের বিশ্বকাপ অব্দি খেলে যেতে চান তিনি। কথা মতোই এবার ২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্বে দেখা গেল মসিকে। দেশের জার্সি গায় ইকুয়েডরের বিরুদ্ধে খেললেন তিনি। প্রত্যাশামতই মাঠে নেমে গোল করলেন ফুটবল জাদুকর।

বুয়েন্স আয়ার্সে বিশ্বকাপের বাছাইপর্বে ইকুয়েডরের বিরুদ্ধে মাঠে নামে আর্জেন্টিনা। খেলা শুরু হওয়ার ৭৮ মিনিটের মাথায় গোল পায় মেসির আর্জেন্টিনা। ফ্রি কিক থেকে গোল করেন মেসি। আবারও মেসির বাঁ পায়ের ম্যাজিক দেখল বুয়েনস আয়ার্সের মাঠ। এর আগেই ফ্রি কিক থেকে গোল করে মেসি একাধিক ম্য়াচ জিতিয়েছেন। কিছুদিন আগেই ইন্টার মায়ামিকে জিতিয়েছেন এই ফ্রি কিক থেকে। তারপর এই একই দৃশ্য দেখা গেল বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে। ২০২৬ সালের বিশ্বকাপের বাছাই ম্যাচে ১-০ গোলে জিতে গেল আর্জেন্টিনা।

অন্যদিকে ভেনেজুয়েলাকে ১-০ গোলে পরাস্ত করেছে কলম্বিয়া। প্যারাগুয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে পেরু। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে লাতিন আমেরিকা থেকে অংশগ্রহণ করবে ১০টি দেশ। উল্লেখ্য বিশ্বকাপে এখনও ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন কি না সেবিষয় কিছুই জানাননি মেসি। তবে ইকুয়েডরের বিরুদ্ধে তাঁর গোল প্রমাণ করে মেসি এখনও দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?