সালটা ছিল ২০১৫। আর্জেন্টিনার জয়ের ভবিষ্যৎবানী ভ্রমণপ্রেমী জোসে মিগুয়েল পোলাঙ্কোর। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর সেই টুইট ভাইরাল হয়।
আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ ২০২২ জিতেছে। রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়েছে। কিন্তু আপনি জানেন কি - এটি সাত বছর আগে করা একটি ভবিষ্যবানীকে পুরোপুরি মিলিয়ে দিয়েছে। একজন বলেছিলেন ১৮ ডিসেম্বর ২০২২ সালে ৩৪ বছর বসয়ী লিও মেসি বিশ্বকাপ জিতবেন আর সর্বকালের সেরা খেলোয়াড় হবে।
সালটা ছিল ২০১৫। আর্জেন্টিনার জয়ের ভবিষ্যৎবাণী ভ্রমণপ্রেমী জোসে মিগুয়েল পোলাঙ্কোর। তিনি সাত বছর আগে এই বিশেষ দিনটি সম্পর্কে বিশেষ কথা বলে রেখেছিলেন। রবিবার ফ্রান্সকে এক রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দেয় আর্জেন্টিনা। তারপরই পোলাঙ্কোর সেই পুরনো টুইট দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তিনি যা লিখেছিলেন তার বাংলা করলে দাঁড়ায়, ১৮ ডিসেম্বর ২০২২ , লিও মেসি ৩৪ বছর বয়সে বিশ্বকাপ জিতবেন আর সর্বকালের সেরা খেলোয়াড় হবেন। ৭ বছর পরে আমার সঙ্গে এটা মিলিয়ে নিও।
আর রবিবার আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ জেলার পরেই মিগুয়েল স্প্যানিস ভাষায় একটি টুইট করেন। সেখানে তিনি বলেন, 'আমি তোমার প্রথম বিশ্বকাপে ছিলাম এবম এখন আমি তোমার শেষ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পেরেছি, যেখানে তুমি তোমার হাত দিয়ে আকাশ ছুঁয়েছো- ডিয়াগোর মত। আমার বাকি জীবনে এই স্মৃতি মুধুর সঞ্চয় হিসেবে থাকবে। ধন্যবাদ আর্জেন্টিনা। ' সবশেষে তিনি বলেছেন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন।
পোলাঙ্কো এজন ভ্রমণ প্রেমী। তিনি স্প্যানিশ ফুটবলের ভক্ত। একটা মজার বিষয় হল সেই সময়ই পোলাঙ্কো কাতার বিশ্বকাপের ফাইনাসের দিনও ঘোষণা করে দিয়েছিলেন। যা নিয়ে অনেকের মনেই সন্দেহ দানা বাঁধে। কারণ সাধারণত বিশ্বকাপের আসর বসে জুন-জুলাই মাসে। কিন্তু কাতারে বলেই এই বিশ্বকাপের সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছিল। কারণ জুন-জুলাই মাসে সেখানে প্রবল গরম পড়ে।
৩৬ বছর পরে শিরোপা জিতেছে আর্জেন্টিনা
লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। আর্জেন্টিনা ফ্রান্সকে পেনাল্টি শ্যুটআউটে ৪-২ ম্যাচে হারিয়ে দেয়। তবে ফুটবলপ্রেমীদের মতে ম্যাচ ছিল রুদ্ধশ্বাস লড়াই। আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলই একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিল না। প্রথম ৯০ মিনিটে দুই দলই ২-২ করে। তারপর এক্সস্ট্রা টাইমে ৩-৩ হয়। তারপর পেনাল্টি মাধ্যমে খেলার মিমাংশা হয়। পরে ফ্রান্সকে ৩৬ বছর পরে সেরা হয় আর্জেন্টিনা।
আরও পড়ুনঃ
ফিফা বিশ্বকাপ জয়ের জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর, রাহুল গান্ধী বলেন 'দারুন খেলা'
মেসি-এমবাপেরা এক সূতোয় বাঁধল রাহুল-যোগীকে, ফুটবল জ্বরে আক্রন্ত দেশের রাজনীতিবীদরা
কাঁথিতে চায়ের দোকানে বসে স্থানীয়দের সঙ্গে কথা বললেন স্মৃতি ইরানি, পুজো দিলেন মন্দিরে