ARS vs PSG UCL Semifinal: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে (UCL Semifinal) বুধবার, এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আর্সেনাল বনাম পিএসজি। বলা চলে, দুর্দান্ত একটি ফুটবল ম্যাচ দেখছেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা (arsenal vs psg live)।
এদিন খেলার শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করে পিএসজি (PSG)। ক্রমাগত আক্রমণ তুলে আনতে থাকেন ডেম্বেলেরা। আর তার ফল মেলে একেবারে হাতেনাতে। ম্যাচের ৪ মিনিটে, বাঁদিক থেকে কোয়ারাতসখেলিয়া ঠিকানা লেখা পাস বাড়ান ফরাসি ফরোয়ার্ড ডেম্বেলের দিকে। আর সেই বল পেয়েই জালে জড়িয়ে দেন তিনি এবং পিএসজি খেলায় লিড নেয় ১-০ ব্যবধানে (ucl semi final 2025)।
তবে খেলায় ফিরে আসার চেষ্টা করে আর্সেনালও (Arsenal)। ম্যাচের ৯ মিনিটে, কর্নার পায় তারা। কিন্তু গোল আসেনি। তার ঠিক পরের মুহূর্তেই, সুযোগ চলে আসে মেরিনোর কাছে। কিন্তু সতর্ক ছিলেন পিএসজি গোলকিপার দোনারুমা। তবে মাঝমাঠের দখল তখনও ছিল ফরাসি দলটির দখলেই (arsenal vs psg champions league)।
এরপর খেলার ১৬ মিনিটে, বাঁদিক থেকে গতি বাড়িয়ে আর্সেনাল ডি-বক্সে ঢোকার চেষ্টা করেন কোয়ারাটসখেলিয়া। কিন্তু তিনি পড়ে যান এবং সঙ্গে সঙ্গে পেনাল্টির আবেদন জানায় PSG। তবে রেফারি কর্ণপাত করেননি। পরে VAR রিপ্লেতেও সিদ্ধান্ত একই থাকে (ars vs psg)।
এরপর ম্যাচের ২৪ মিনিটে, ফ্রি-কিক পায় আর্সেনাল। তবে ওডেগার্ডের নেওয়া সেই ফ্রি-কিক থেকে গোল তুলতে পারেনি তারা। সবথেকে বড় বিষয়, ঘরের মাঠে এদিন যথেষ্ট চাপে পড়ে যায় আর্সেনাল। বরং, নেভেস এবং রুইজরা অনেক বেশি চাপ বাড়াতে থাকেন পিএসজি-র হয়ে (arsenal vs psg prediction)।
রীতিমতো লাগাতার আক্রমণ জারি রাখে পিএসজি। খেলার ৩১ মিনিটে, আর্সেনাল গোলকিপার ডেভিড রায়া দুরন্ত সেভ না করলে ব্যবধান আরও বাড়তে পারত। তবে ম্যাচের ৩৭ মিনিটে, বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পায় আর্সেনাল। কিন্তু গোল আসেনি তখনও (arsenal f.c. vs psg lineups)।
উল্লেখযোগ্য বিষয় হল, এরপর থেকে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে আর্সেনাল। খেলার ৩৮ মিনিটে, মেরিনো বক্সের মধ্যে পড়ে যান। তবে পেনাল্টি দেননি রেফারি। তারপর আবার ৪০ মিনিটে, বুকায়ো সাকা বাঁদিক থেকে ক্রস বাড়ান। কিন্তু একটুর জন্য গোল করতে ব্যর্থ হন মার্টিনেলি। এরপর ফাউল করার অপরাধে হলুদ কার্ড দেখেন সাকা।
গোটা ম্যাচই যেন নাটকীয়তায় মোড়া। ম্যাচের ৪৫ মিনিটে, মার্টিনেলির জোরালো শট সেভ করেন সেই দোনারুমা। শেষপর্যন্ত, প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই (arsenal vs psg champions league)।
দ্বিতীয়ার্ধের একদম শুরুতেই আবার উত্তেজনা। কারণ, ফ্রি-কিক থেকে আসা বলে মাথা ছুঁয়ে গোল করেন আর্সেনালের মেরিনো। কিন্তু অফসাইডের জন্য তা বাতিল করেন দেন রেফারি। তারপর থেকে আরও চাপ বাড়াতে শুরু করে আর্সেনাল। খেলার ৫৬ মিনিটে, লিয়ান্দ্রো ট্রসার্ডের জোরালো শট হাত ছুঁইয়ে সেভ করেন সেই দোনারুমা (arsenal vs psg ucl 2025)।
তবে গোটা আর্সেনাল দলের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল যে, তারা দ্রুত সমতা ফেরাতে চাইছিল। তবে হাল ছাড়ার পাত্র নয় পিএসজিও। এরপর ডুয়ের পরিবর্তে মাঠে আসেন গনজালো র্যামোস। ওদিকে খেলার ৮৩ মিনিটে, মাঠে আসেন আর্সেনালের বেন হোয়াইট। আর মাঠ থেকে বেরিয়ে যান টিম্বার (arsenal vs paris saint germain champions league)।
ম্যাচের শেষদিকে, ফের চাপ বাড়াতে শুরু করে পিএসজিও। তবে সহজ সুযোগ নষ্ট করেন বারকোলা। তার কিছুক্ষণের মধ্যেই র্যামোস কার্যত, একা পেয়ে যান আর্সেনাল গোলকিপার ডেভিড রায়াকে। কিন্তু র্যামোসের শট বারপোষ্টে লেগে প্রতিহত হয় (ars vs psg)। তবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে, সুযোগ আসে আর্সেনালের সামনেও। কিন্তু মার্টিনেলির দূরপাল্লার শট বারপোস্টের উপর দিয়ে উড়ে চলে যায়। শেষপর্যন্ত, আর কোনও গোল হয়নি। ম্যাচে শেষ হয় ১-০ ফলাফল নিয়েই।
সবথেকে বড় বিষয়, আর্সেনালের ঘরের মাঠে গিয়ে ম্যাচ বের করে নিয়ে গেল পিএসজি। গোল বেশি না হলেও, বুদ্ধিদীপ্ত ফুটবল খেলে জয় হাসিল করলেন পিএসজি কোচ লুই এনরিকে। আর সেমিফাইনালের প্রথম লেগে জয় ছিনিয়ে নেওয়ার ফলে, দ্বিতীয় লেগের আগে আত্মবিশ্বাসের দিক দিয়েও অনেকটা এগিয়ে থাকবে পিএসজি। তার মধ্যে সেই ম্যাচটি আবার তাদের মাঠে (arsenal vs psg live)। অন্যদিকে, এদিন মাঠে উপস্থিত ছিলেন আর্সেন ওয়েঙ্গার।
যাই হোক, শেষপর্যন্ত আর্সেনালের ঘরের মাঠে ১-০ গোলে জয় পিএসজি-র।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।