
EPL Champion Liverpool FC: গোটা মরশুম জুড়ে কার্যত, দাপিয়ে খেলেছে লিভারপুল। তাই ড্র করে নয়, রীতিমতো বিপক্ষকে ৫ গোল দিয়ে জয় হাসিল করেই ইপিএল ট্রফি ঘরে তুলল লিভারপুল এফসি।
রবিবার, টটেনহ্যাম হটস্পারকে তারা হারাল ৫-১ গোলে। সেইসঙ্গে, তারা গড়ে ফেলল রেকর্ড। এই নিয়ে ২০ বার ঘরোয়া লিগের খেতাব জিতল লিভারপুল এবং ছুঁয়ে ফেলল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে।
যদিও ম্যাচের ১২ মিনিটেই, এগিয়ে যায় টটেনহ্যাম। কর্নার থেকে গোল করে স্পারসদের এগিয়ে দেন ডমিনিক সোলাঙ্কে। তবে ঐটুকুই। বাদবাকি গোটা ম্যাচে রীতিমতো প্রাধান্য নিয়ে খেলে লিভারপুল।
তার ঠিক ৫ মিনিটের মধ্যেই লিভারপুলের হয়ে গোল শোধ করেন লুই দিয়াজ়। এরপর খেলার ২৩ মিনিটে, লিভারপুলকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। জোরালো শটে বলকে জালে জড়িয়ে দেন এই আর্জেন্টিনার ফুটবলারটি।
লিভারপুলের হয়ে তৃতীয় গোলটি করেন কোডি গ্যাকপো। এরপর শুরু হয় মহম্মদ সালাহ ম্যাজিক। খেলার ৬৩ মিনিটে, সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে গোল করেন সালাহ। বাঁ-পায়ের দুরন্ত শটে গোল করে সোজা চলে যান গ্যালারির দিকে। শুধু কি তাই?
এক লিভারপুলের সমর্থকের থেকে ফোন নিয়ে সেলফি তোলেন ঐ গ্যালারির সবার সঙ্গে। তবে পঞ্চম গোলটি সেমসাইড। দিয়োগো জটার শট আলেকজ়ান্ডার আর্নল্ডের কাছে যায়। তারপর তিনি ক্রস বাড়াতে যান সালাহর দিকে। কিন্তু সেই বল ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই বল পাঠিয়ে দেন ডেস্টিনি উডোগি।
উল্লেখ্য, গত ২০১৯-২০ সালে প্রিমিয়ার লিগ জেতে লিভারপুল। তবে করোনার জেরে সেই সময়, সমর্থকরা মাঠে এসে ট্রফি জয় উপভোগ করতে পারেননি। কিন্তু এবার ইপিএল জয়ের আনন্দ তারা দারুণভাবেই উপভোগ করলেন।
রবিবার সকাল থেকেই লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডের চারপাশে তৈরি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার সমর্থক জড়ো হতে থাকেন স্টেডিয়ামের বাইরে।
উল্লাসিত লিভারপুল জনতা শহরের বিভিন্ন দেওয়ালে অসাধারণ সব গ্র্যাফিটিও আঁকা শুরু করে দেন।এদিকে ম্যাচ শুরুর ২ ঘণ্টা আগে থেকেই গোটা এলাকা পুরো অবরুদ্ধ হয়ে যায়। আতসবাজি জ্বালিয়ে সমর্থকরা প্রতীকী ট্রফি নিয়ে উৎসবও শুরু করে দেন। অন্যদিকে, লিভারপুলের প্রতিটি বার এবং পাবে ছিল উপচে পড়া ভিড়। প্রতিটি পাবেই যেন উৎসবের পরিবেশ দেখা গেল।
কয়েকটি পাবে আবার বিশেষ ডিসকাউন্টেরও ব্যবস্থা করা হয়েছিল। আর লিভারপুল ফুটবল দলের বাস স্টেডিয়ামে ঢোকার সময় কার্যত, লাল ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ। ফুটবলাররা বাসের ভিতর থেকেই সমর্থকদের দিকে তাকিয়ে হাত নাড়তে থাকেন।
চলতি লিগে লিভারপুল ৮২ পয়েন্ট নিয়ে লিগ জিতেছে। আর ম্যাচ জয়ের পরেই গোটা মাঠ জুড়ে শুরু হয়ে যায় সেলিব্রেশন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।