East Bengal: চূড়ান্ত খারাপ খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, ওড়িশা ম্যাচের পরেই এই আপডেট

Published : Dec 13, 2024, 04:23 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

নিঃসন্দেহে খারাপ খবর ইস্টবেঙ্গলের (East Bengal) জন্য। 

নিঃসন্দেহে খারাপ খবর ইস্টবেঙ্গলের (East Bengal) জন্য। সম্ভবত লাল হলুদে আসছেন না রবসন।

শোনা যাচ্ছে, তিনি অন্য একটি ক্লাবে যোগ দিতে চলেছেন। এদিকে পরপর তিন ম্যাচে জয়। বৃহস্পতিবার, ওড়িশা এফসিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। পরপর তিনটি জয় যেন দলের মনোভাব অনেকটাই বদলে দিয়েছে। সেইসঙ্গে, গোটা দলের মধ্যে ফিরে এসেছে আত্মবিশ্বাস।

যদিও আইএসএল-এর(ISL) শুরুটা ভালো হয়নি ইস্টবেঙ্গলের। লাগাতার হারের জেরে লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়ে লাল হলুদ ব্রিগেড। কিন্তু এএফসি-র (AFC) ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। ভুটানের মাটি থেকেই জয়ে ফিরে আসে ইস্টবেঙ্গল।

এক্ষেত্রে দলের নতুন কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon) কৃতিত্ব অনেকটাই। তিনি দায়িত্ব নেওয়ার পর খেলাতেও বাড়তি গতি এসেছে এবং দলও জয়ের মধ্যে ফিরে এসেছে।

কিন্তু এইসবকিছুর মাঝেই একটা কথা শোনা যাচ্ছিল যে, শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে লাল হলুদে আসতে পারেন নতুন এক ফুটবলার। আর ছেড়ে দেওয়া হতে পারে ক্লেইটন সিলভাকে। এই সম্ভাবনা আরও বাড়ে কয়েকদিন আগে। কারণ, ওড়িশা এফসির তারকা রয় কৃষ্ণ চোট পান। তখন শোনা যাচ্ছিল যে, ক্লেইটন যেতে পারেন ওড়িশাতে।

আর ইস্টবেঙ্গলে আসতে পারেন ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। যদিও এই কথা অনেকদিন ধরেও চাউর হয়ে গেছিল। একে তো তিনি আগে যে দলে খেলতেন, একসময় সেই বসুন্ধরা কিংসের কোচ ছিলেন অস্কার। ফলে, অস্কার তাঁকে এই ট্রান্সফার উইন্ডোতে দলে আনতে পারেন বলে জল্পনা চলছিল।

এমনকি, বসুন্ধরা কিংসের সঙ্গে রবসনের চুক্তিও শেষ হয়ে যায় কয়েকদিন আগেই। সেই বিষয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্টও করেন রবসন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় অন্য জায়গায়। যেহেতু ট্রান্সফার উইন্ডোর বিষয়, তাই রবসনের সার্টিফিকেট পেতে পেতে জানুয়ারি মাস হয়ে যেত।

তাও অনেকে মনে করেছিলেন যে, হয়ত অপেক্ষা করবে ইস্টবেঙ্গল। কিন্তু এখন বিষয়টি সম্পূর্ণ আলাদা। সূত্রের খবর, রবসন আসছেন না ইস্টবেঙ্গলে। তিনি সই করতে পারেন ব্রাজিলের চতুর্থ ডিভিশনের ক্লাব এসপোর্টে ক্লাব অ্যাগুয়া সান্টাতে। শোনা যাচ্ছে, বিষয়টি পাকাপাকি হতে চলেছে।

সূত্র মারফৎ এও জানা যাচ্ছে যে, সেই ক্লাব কর্তারা যোগাযোগও রাখছেন রবসনের সঙ্গে। ফলে, রবসন রবিনহোর ইস্টবেঙ্গলে আসা প্রায় বিশ বাঁও জলে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?