Bhaichung Bhutia: ফেডারেশনের নির্বাচনে লড়ছেন না বাইচুং, তবে প্রাক্তন ভারত অধিনায়কের মুখে ফিফা প্রসঙ্গ

Published : Sep 12, 2025, 04:57 PM ISTUpdated : Sep 12, 2025, 05:15 PM IST
Bhaichung Bhutia

সংক্ষিপ্ত

Bhaichung Bhutia: এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, আগামী অক্টোবর মাসের মধ্যে সেই কাজ শেষ করার জন্য ফেডারেশনকে রীতিমতো ডেডলাইন দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। 

Bhaichung Bhutia: বাইচুং ভুটিয়া ফের মুখ খুললেন ভারতীয় ফুটবল নিয়ে (bhaichung bhutia)। উল্লেখ্য, তিন বছরেও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সংবিধানকে এখনও কার্যকর করে তুলতে পারেনি দায়িত্বপ্রাপ্ত বিশেষ কমিটি (bhaichung bhutia latest news)। 

ফিফার চিঠিতে বড় ইঙ্গিত

এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, আগামী অক্টোবর মাসের মধ্যে সেই কাজ শেষ করার জন্য ফেডারেশনকে রীতিমতো ডেডলাইন দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। তাদের নির্দেশ উপেক্ষা করলে যে ফের একবার সাসপেন্ড করা হতে পারে, সেই ইঙ্গিতও দেওয়া হয়েছে চিঠিতে। 

তবে ফিফার সেই চিঠি আরও আগেই আসা উচিত ছিল বলে মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। কিন্তু ফেডারেশনের নির্বাচন হলেও যে তিনি তাতে অংশ নেবেন না, সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন বাইচুং। 

কী জানালেন বাইচুং?

টাটা স্টিলের একটি অনুষ্ঠানে কলকাতায় এসে বাইচুং বলেন, “আমি ফিফার কর্মকাণ্ডে কিছুটা হতাশ। কারণ, এই চিঠিটা তিন বছর আগেই পাঠানো উচিত ছিল। আসলে তিন বছর ধরে তো নতুন সংবিধান কার্যকরই করা হয়নি। আমি তখনই বিষয়টি নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলাম। আর আমি যা যা বলেছিলাম, ফিফার চিঠিতে সেগুলোই রয়েছে। ফিফা তখন চিঠি পাঠালে, ভারতীয় ফুটবলের আজ এমন অবস্থা হত না। আশা করছি, শীর্ষ আদালতের রায়ের পর পরিস্থিতির অনেকটা উন্নতি হবে।”

তিনি আরও যোগ করেন, “তবে আমি ভোটে দাঁড়াব না। আশা করছি, যোগ্য কারও হাতে দায়িত্ব যাবে এবং তিনি ভারতীয় ফুটবলকে আগামীদিনে এগিয়ে নিয়ে যাবেন। কারণ, আমাদের ফের শূন্য থেকে শুরু করতে হবে। অন্যদিকে, কাফা নেশনস কাপে তৃতীয় হওয়া যথেষ্ট ভালো ফলাফল। তবে এমন সাফল্য পিকে বন্দ্যোপাধ্যায়ের আমলেও এসেছে। তখন থেকেই আমরা দেখে আসছি। জাতীয় দলকে ধারাবাহিকভাবে ভালো খেলে যেতে হবে। এশিয়া কাপ আর বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় ইতিবাচক ফলাফল করা আমাদের লক্ষ্য হওয়া উচিত সবসময়।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?