গ্রিক স্ট্রাইকারের পরিবর্তে স্কটিশ তারকা! চেন্নাইয়িন এফসি-র প্রাক্তনীকে পাবে ইস্টবেঙ্গল?

Published : Sep 11, 2025, 04:19 PM ISTUpdated : Sep 11, 2025, 04:48 PM IST
Connor Shields

সংক্ষিপ্ত

East Bengal FC: ডুরান্ড কাপের (Durand Cup 2025) পরেই গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকসকে (Dimitrios Diamantakos) ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। পরিবর্ত বিদেশি স্ট্রাইকারের নাম এখনও ঘোষণা করা হয়নি।

DID YOU KNOW ?
নামী খেলোয়াড় কনর শিল্ডস
স্কটল্যান্ডের একাধিক বিখ্যাত ক্লাবের হয়ে খেলেছেন কনর শিল্ডস। তিনি আইএসএল-এও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।

Connor Shields: আইএসএল-এ (Indian Super League) খেলার জন্য চেন্নাইয়িন এফসি-র (Chennaiyin FC) স্কটিশ (Scottish) স্ট্রাইকার কনর শিল্ডসকে প্রস্তাব দিল ইস্টবেঙ্গল। গত মরসুমের আইএসএল-এর পরেই চেন্নাইয়িন এফসি-কে বিদায় জানান ২৮ বছর বয়সি এই স্ট্রাইকার। তিনি এখনও কোনও দলে যোগ দেননি। এই কারণেই তাঁকে বাজিয়ে দেখছে ইস্টবেঙ্গল। সম্প্রতি গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকসকে (Dimitrios Diamantakos) ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। দিমির পরিবর্তে শিল্ডসকে পেলে খুশিই হবে লাল-হলুদ শিবির। ২০২৩ সালে চেন্নাইয়িন এফসি-তে যোগ দেন এই স্কটিশ স্ট্রাইকার। তিনি গত মরসুমেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। দল ভালো জায়গায় না থাকলেও, শিল্ডসের পারফরম্যান্স নজর কেড়ে নিয়েছে। এই কারণেই তাঁকে দলে চাইছেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)।

নামী দলের হয়ে খেলেছেন শিল্ডস

১৯৯৭ সালের ২৯ জুলাই স্কটল্যান্ডের (Scotland) কোটব্রিজে (Coatbridge) জন্ম এই স্ট্রাইকারের। তিনি বেশিরভাগ সময়ই নিজের দেশের বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। এরই মাঝে ইংল্যান্ডের (England) বিখ্যাত ক্লাব সান্ডারল্যান্ডে (Sunderland) যোগ দেন শিল্ডস। তিনি নিজে গোল করার চেয়ে সতীর্থদের জন্য গোলের ঠিকানা লেখা পাস দিতেই বেশি দক্ষ। গত মরসুমের আইএসএল-এ চেন্নাইয়িন এফসি-র সতীর্থদের দিয়ে আট গোল করান শিল্ডস। তিনি মোট ৭৬ বার গোলের সুযোগ তৈরি করেন। আইএসএল-এর ইতিহাসে কোনও এক মরসুমে অন্য কোনও ফুটবলার এত সুযোগ তৈরি করতে পারেননি। কেরালা ব্লাস্টার্স এফসি-র (Kerala Blasters FC) তারকা আদ্রিয়ান লুনা (Adrian Luna) যত সুযোগ তৈরি করেন, তার চেয়ে ২১টি বেশি সুযোগ তৈরি করেন শিল্ডস।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ইস্টবেঙ্গল

আইএসএল-এ যোগ দেওয়ার পর এখনও পর্যন্ত কোনও মরসুমে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি ইস্টবেঙ্গল। তবে এবারের দল শক্তিশালী হওয়ায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে লাল-হলুদ শিবির। শিল্ডসকে কত টাকার প্রস্তাব দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রাথমিক আলোচনা চলছে। এই স্ট্রাইকার ইস্টবেঙ্গলের প্রস্তাবে রাজি হলে অস্কারের দলের শক্তি বাড়বে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৮
স্কটল্যান্ডের ২৮ বছর বয়সি স্ট্রাইকারকে প্রস্তাব লাল-হলুদের
আইএসএল-এ চেন্নাইয়িন এফসি-র হয়ে খেলা স্কটিশ স্ট্রাইকার কনর শিল্ডসকে দলে নেওয়ার চেষ্টা করছে ইস্টবেঙ্গল।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?