ঘরের মাঠে কালীঘাটের বিরুদ্ধে ৪-০ জয়, কলকাতা লিগে ইস্টবেঙ্গলের জয়রথ অপ্রতিহত

এবারের কলকাতা লিগের প্রথম ম্যাচ থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলাররা। শনিবার কলকাতা লিগে নিজেদের নবম ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় থাকল।

শনিবার কলকাতা লিগে নিজেদের নবম ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ৪-০ উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে ৯ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই থেকে গেল বিনো জর্জের দল। এদিন বৃষ্টিভেজা মাঠে প্রথম থেকে শেষপর্যন্ত দাপট দেখিয়ে জয় পেল ইস্টবেঙ্গল। জোড়া গোল করলেন গত মরসুমের আইএসএল-এ খেলা এডউইন সিডনি বনসপল। এছাড়া গোল করলেন জেসিন টি কে ও আজাদ শাহিন। রবিবার কলকাতা ডার্বি হওয়ার কথা ছিল বলে এদিন ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে সামান্য কিছু সমর্থক মাঠে গিয়েছিলেন। তাঁরা বৃষ্টিতে ভিজেও ম্যাচ উপভোগ করলেন। যাঁরা এই ম্যাচ দেখতে পেলেন না, তাঁরা আফশোস করতে পারেন।

তরুণ ফুটবলারদের অসাধারণ পারফরম্যান্স

Latest Videos

এই ম্যাচের শুরুতে কিছুটা লড়াই করছিল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। কিন্তু সেই লড়াই বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৬ মিনিটে তন্ময় দাসের কর্নার কিক থেকে অসাধারণ হেডে জালে বল জড়িয়ে দেন জেসিন। প্রথমার্ধে আর গোল হয়নি। ৫৭ মিনিটে ম্যাচের অন্যতম সেরা গোল করেন এডউইন। তাঁর জোরালো শট বারে লেগে জালে জড়িয়ে যায়। ৭৫ মিনিটে আজাদের গোলও ম্যাচের অন্যতম সেরা। এই তরুণের দুর্বল শট প্রথমে গোললাইন সেভ হয়। এরপর পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে ডান পায়ের সোয়ার্ভিং শটে জালে বল জড়িয়ে দেন আজাদ। এরপর ৮০ মিনিটে বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের মাটিঘেঁষা প্লেসিংয়ে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন এডউইন। ৭৭ মিনিটে জেসিনের শট বারে লেগে ফিরে না এলে লাল-হলুদের জয়ের ব্যবধান বাড়ত।

৭ বছর পর লিগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ইস্টবেঙ্গল

২০১৭ সালে শেষবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এবার জেসিন, আজাদরা যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে তাঁদের চ্যাম্পিয়ন হওয়ার আশা বাড়ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ কারা?

ক্লেইটনের গোল বাতিল, দীর্ঘদিন পর এএফসি প্রতিযোগিতায় ফিরে ঘরের মাঠে হার ইস্টবেঙ্গলের

'এসকোবারের ঘটনা এখানে কে জানো?' ইস্টবেঙ্গলে সই করায় আনোয়ারকে খুনের হুমকি! ভাইরাল হোয়াটসঅ্যাপ চ্যাট

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Rashifal 2025: শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল
শ্যামসুন্দরী মন্দিরে গিয়ে সোনার গয়না চাওয়ার অভিযোগ Kunal Ghosh-এর বিরুদ্ধে, ভিডিও ভাইরাল
'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য Sujan Chakraborty-র
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক Bangladeshi অনুপ্রবেশকারী গ্রেফতার
পাসপোর্ট চক্রে গ্রেফতার Lalbazar-র প্রাক্তন পুলিশকর্মী! চাঞ্চল্যকর পরিস্থিতি Ashok Nagar-এ