ঘরের মাঠে ফিরছে মোহনবাগানের ম্যাচ, লিগের দ্বিতীয় পর্বের সূচিতে ইস্টবেঙ্গল ও মহামেডানের ম্যাচ কবে?

প্রকাশিত হল কলকাতা লিগের (Calcutta League) দ্বিতীয় পর্বের সূচি। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডানের ম্যাচ কবে এবং কোথায়? দেখে নেওয়া যাক একনজরে।

প্রকাশিত হল কলকাতা লিগের (Calcutta League) দ্বিতীয় পর্বের সূচি। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডানের ম্যাচ কবে এবং কোথায়? দেখে নেওয়া যাক একনজরে।

সবথেকে বড় বিষয় হল যে, মোহনবাগানের ঘরের মাঠে ফিরছে ম্যাচ। এতদিন তারা মাঠ সংস্কারের কারণে, নিজেদের মাঠে খেলেনি। তবে অবশেষে লিগের ম্যাচ ঘরের মাঠে খেলতে চলেছে সবুজ মেরুন। বৃহস্পতিবার, লিগের দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করেছে আইএফএ (IFA)।

Latest Videos

আগামী ১১ অগাস্ট, জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নিজেদের মাঠে খেলবে মোহনবাগান। তবে আগামী ৩০ জুলাই, টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে সবুজ মেরুন নামবে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামেই। তারপর আগামী ২ অগাস্ট, ব্যারাকপুর স্টেডিয়ামে মোহনবাগান (Mohun Bagan) খেলবে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে।

এরপর আগামী ৫ অগাস্ট আবার সেই নৈহাটিতেই সবুজ-মেরুনের প্রতিপক্ষ ইস্টার্ন রেল। মাঠ রক্ষণাবেক্ষণ চলায় এতদিন সব ম্যাচ বাইরের মাঠেই খেলেছে মোহনবাগান। তবে এবার তারা ফিরছে ঘরের মাঠেই।

এদিকে আবার লিগের দ্বিতীয় পর্বে নৈহাটিতে খেলবে মহামেডানও (Mohammedan Sporting Club)। আগামী ৪ অগাস্ট ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে তাদের ম্যাচ রয়েছে। যদিও শুরুতে ঘরের মাঠেই সব ম্যাচ খেলেছে তারা। কিন্তু এবার মাঠ ঠিক করার জন্য আপাতত বাইরের মাঠে খেলার সিদ্ধান্ত নিয়েছে সাদাকালো ব্রিগেড।

তবে আগামী ১০ অগাস্ট, বিএসএস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা ঘরের মাঠেই খেলবে। এরপর এরিয়ান ক্লাবের বিরুদ্ধে আগামী ১৯ অগাস্ট, সুরুচি সংঘের বিরুদ্ধে আগামী ২২ অগাস্ট এবং মেসারার্স ক্লাবের বিরুদ্ধে আগামী ২৫ অগাস্ট ঘরের মাঠে খেলবে মহামেডান স্পোর্টিং ফুটবল দল।

অন্যদিকে, ইস্টবেঙ্গল (East Bengal) গত পর্বের মতো এই পর্বেও সব ম্যাচই নিজেদের মাঠে খেলবে। যেহেতু নেক্সট-জেন কাপ খেলতে শুক্রবারই লন্ডন উড়ে যাচ্ছে লাল-হলুদ ব্রিগেড, তাই দ্বিতীয় পর্বের শুরুটা কিছুটা দেরিতে করবে ইস্টবেঙ্গল। কারণ, সেই স্কোয়াডের একাধিক ফুটবলার রয়েছেন কলকাতা লিগের দলে। আগামী ৯ অগাস্ট, ইস্টার্ন রেলের বিরুদ্ধে খেলতে নামতে তারা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia